×

পুরনো খবর

রসুন গোস্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:২৮ পিএম

রসুন গোস্ত
উপকরণঃ ১.গরুর সিনার গোস্ত ৫ কেজি ২.সরিষার তেল পরিমাণ মতো ৩.শুকনো মরিচ  ৫/৬ টি। ৪.পেয়াজকুঁচি ১০০ গ্রাম। ৫.আস্ত রসুন ১০০ গ্রাম। ৬ আদা বাটা ২ টেবিল চামচ। ৭. রসুন বাটা ২ টেবিল চাম। ৮ পেয়াজ বাটা ২ টেবিল চাম। ৯.কাচা মরিচ বাটা ১ চা চামচ। ১০.ধনিয়া গুরা ১ টেবিল চাম। ১১.জিরা গুরা ১/২ টেবিল চামচ। ১২.জয়ফল গুরা  ১/৪ চা চামচ ১৩.জয়ত্রী গুরা৷  ১/৪ চা চাম। ১৪.আস্ত গরম মসলা পরিমাণ মতো

প্রস্তুত প্রনালীঃ

সরিষার তেল গরম করে,তাতে গরম মসলা, শুকনো মরিচ ফরন দিতে হবে।তারপর, পেয়াজকুঁচি দিতে হবে।পেয়াজকুঁচি হাল্কা রঙ ধরলে,তাতে আদা বাটা,রসুন বাটা,পেয়াজ বাটা,মরিচ বাটা দিতে হবে। মসলা কষে আসলে একে একে সব গুরা মসলা দিয়ে নাড়তে হবে।আস্ত রসুন গুলো দিয়ে দিতে হবে।কসানো হয়ে গেলে ঝোলের জন্য পানি দিতে হবে। ঝোল মাখা মাখা হয়ে গেলে গোস্ত রান্না হয়ে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App