×

শিক্ষা

বিএনপি ও বামপন্থীদের জোটের সংখ্যাগরিষ্টতা লাভ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৩৮ পিএম

বিএনপি ও বামপন্থীদের জোটের সংখ্যাগরিষ্টতা লাভ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতি নির্বাচনে সভাপতি হিসাবে অধ্যাপক অজিত কুমার মজুমদার এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মো. সোহেল রানা। সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষসহ ১৫ টি পদের ১০ টি পদেই উপাচার্য বিরোধী আওয়ামী লীগ তথা শরীফ এনামুল কবীরপন্থী, বিএনপি ও বামপন্থীদের সমর্থনে গঠিত ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ জয়লাভ করেছে। অন্যদিকে নির্বাচনে উপাচার্য সমর্থিত ‘বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদ’ পেয়েছে মাত্র ৫টি পদ। নির্বাচনে সম্মিলিত শিক্ষক সমাজের সভাপতি প্রার্থী আওয়ামীপন্থী শিক্ষক পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদার পেয়েছেন ২৯৩ ভোট, অন্যদিক উপাচার্যপস্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু আদর্শের শিক্ষক পরিষদের প্রার্থী অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী পেয়েছেন ২৩৮ ভোট। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ এর বিএনপিপন্থী শিক্ষক ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. সোহেল রানা পেয়েছেন ২৯২ ভোট অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দী উপাচার্যপস্থী অধ্যাপক বশির আহমেদ পেয়েছেন ২৪৩ ভোট। এছাড়াও সম্মিলিত শিক্ষক সমাজ থেকে যুগ্ম সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক লাইজু নাসরীন, কোষাধ্যক্ষ পদে প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. মনোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। নির্বাচনে সম্মিলিত শিক্ষক সমাজ ১০টি সদস্য পদ থেকে ৬টিতে জয়লাভ করলেও উপাচার্যপস্থীরা পেয়েছেন ৪টি পদ। সদস্য পদে জয়লাভ করা উপাচার্য বিরোধী আওয়ামী লীগের একাংশ, বিএনপি ও বামপন্থীদের জোটের অধ্যাপক ফরিদ আহমেদ,অধ্যাপক সাঈদ ফেরদৌস,অধ্যাপক মাহাবুব কবির,অধ্যাপক আমজাদ হোসেন,অধ্যাপক শামসুল আলম সেলিম ও অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান। অন্যদিকে উপাচার্যপন্থী বঙ্গবন্ধু আদর্শের শিক্ষক পরিষদ থেকে একমাত্র সহ-সভাপতিসহ চারটি সদস্য পদ লাভ করেছে। এ প্যানেলের সহ-সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক যুগল কৃষ্ণ দাশ। আর সদস্য হিসাবে অধ্যাপক রাশেদা আখতার, অধ্যাপক এ.এ. মামুন, সহযোগী অধ্যাপক আয়শা সিদ্দিকা, সহকারী অধ্যাপক মাহফুজা খাতুন জয়লাভ করে। এদিকে সুষ্ঠ ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। অপরদিকে নির্বাচিতরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য সকলকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। উল্লেখ্য, বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত নির্বাচন চলে। নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে একজন করে এবং নির্বাহী পরিষদের সদস্য পদে ১০ জনসহ ১৫টি পদে লড়াই করে মোট ৩০ প্রাার্থী। এই নির্বাচনে মোট ভোটার ছিল ৫৭৩ জন যার মধ্যে ভোট দিয়েছেন ৫৪৯ জন ভোটার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App