×

খেলা

চিটাগংকে ১৬৬ রানের টার্গেট দিল সিক্সার্স

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০১ পিএম

চিটাগংকে ১৬৬ রানের টার্গেট দিল সিক্সার্স

চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় ফিরেছে বিপিএল। ঢাকায় শেষ পর্বের দ্বিতিয় ম্যাচে শুক্রবার মুখোমুখি হয় চিটাগং ভাইকিংস এবং সিলেট সিক্সার্স। চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম টস জিতে প্রথমে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানান সিলেট অধিনায়ক অলক কাপালিকে।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে সিলেট সিক্সার্স। যার ফলে ১৬৬ রান করে সিলেটকে হারাতে পারলে শীর্ষ দুই দলের একটি হয়ে প্লে-অফে উঠবে চিটাগং ভাইকিংস।

সিলেট সিক্সার্সের পক্ষে আন্দ্রে ফ্লেচার সর্বোচ্চ রান করেন। তিনি ৫৩ বলে ৪টি ছয় ও ২টি ছক্কার সাহায্যে ৬৬ রান করেন। সাবিইর রহমান ২টি চার ও ২টি ছক্কায় ২৫ বলে ৩২ রান করে সাজঘরে ফেরেন। এছাড়া মোহম্মাদ নওয়াজ করেন ১৯ বলে ৩৪ রান। তার ইনিংসে ছিল ২টি চা ও ৩টি ছক্কার মার।

চিটাগং ভাইকিংস'র পক্ষে একাই ৪ উইকেট নেন হার্ডাস ভিলজান। নাঈম হাসান নেন ১টি উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App