×

আন্তর্জাতিক

ইরানের সাথে ইউরোপীয় ইউনিয়নের লেনদেন চলবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:২৪ পিএম

ইরানের সাথে ইউরোপীয় ইউনিয়নের লেনদেন চলবে
ইরানের ওপর যুক্তরাষ্ট্র যে অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে দেশটির সঙ্গে ইউরোপের কয়েকটি দেশ বাণিজ্যিক লেনদেন করতে যাচ্ছে বলে সংবাদ প্রকাশ করেছে জার্মান গণমাধ্যম এনডিআর। ইউরোপীয় ইউনিয়ন বলছে, পারমাণবিক চুক্তি ইরান ভঙ্গ করেনি, তাই ইরানের সঙ্গে লেনদেন চলতেই পারে। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য একটি পদ্ধতিতে ইরানের সঙ্গে লেনদেন করবে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাণিজ্য বিশ্লেষকরা। ইউরোপের বেশ কয়েকটি দেশ লেনদেনের জন্য এরইমধ্যে নিবন্ধন কার্যক্রমও শেষ করেছে। লেনদেন পদ্ধতিটিকে ‘ইনস্ট্রুমেন্ট ইন সাপোর্ট অব ট্রেড এক্সচেঞ্জ’ তথা ইনসটেক্স নাম দেয়া হয়েছে। ইউরোপ বলছে, এই বাণিজ্যিক পদ্ধতিতে প্রাথমিকভাবে খাবার, ওষুধ ও মেডিক্যাল যন্ত্রপাতি বিক্রি করা হবে। ভবিষ্যতে এই লেনদেন আরেও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এদিকে ইরানের সঙ্গে লেনদেন প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক করে দিয়েছেন। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ ছয়টি পরাশক্তি দেশের সাথে ইরানের যে চুক্তি হয়, তার ফলে দেশটি তাদের পারমাণবিক কার্যক্রম শিথিল করার ঘোষণা দেয়। পরে ২০১৮ সালে ট্রাম্প এই চুক্তি ভঙ্গ করেন এবং পুনরায় ইরানের ওপর নিষেধাজ্ঞা ও অবরোধ আরোপ করেন। এতে ফের চরম অর্থনৈতিক সঙ্কটে পড়েছে ইরান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App