×

জাতীয়

মাদারীপুরের কোচিং সেন্টারে র‌্যাবের অভিযান : ৪ শিক্ষকের দন্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০১৯, ০৪:২২ পিএম

মাদারীপুরের কোচিং সেন্টারে র‌্যাবের অভিযান : ৪ শিক্ষকের দন্ড
মাদারীপুরের রাজৈরে উপজেলার বিভিন্ন কোচিং সেন্টারে ঝটিকা অভিয়ান চালিয়ে ৪ শিক্ষককে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দন্ড দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে র‌্যাব-৮ এর সদস্যরা রাজৈর উপজেলা সদর ও টেকেরহাট বন্দরের বিভিন্ন কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করেন। র‌্যাব-৮ এর কমান্ডার রইস উদ্দিন জানান, শিক্ষা মন্ত্রনালয়ের কঠোর নির্দেশ অনুযায়ী প্রশ্ন ফাঁস রোধ ও সুষ্ঠুভাবে এসএসসি পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে মাদারীপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেনকে নিয়ে র‌্যাব-৮ এর সদস্যরা এ অভিযান পরিচালনা করে। এ সময় টেকেরহাট বন্দরের অন্তর কোচিং সেন্টার ও প্রত্যয় কোচিং সেন্টারের শিক্ষক অখিল পাল, নৃপেন বসু ,পলাশ মন্ডল ও অশীম মন্ডলকে ১ হাজার টাকা করে অর্থদন্ড করা হয়।পরে ৬ জন শিক্ষকের কাছ থেকে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশিত সময়ে কোচিং বন্ধ রাখার মুচলেকা নেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App