×

আন্তর্জাতিক

ব্যাংককে বায়ু দূষণের কারণে বন্ধ চার শতাধিক স্কুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০১৯, ১২:৪১ পিএম

ব্যাংককে বায়ু দূষণের কারণে বন্ধ চার শতাধিক স্কুল
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বায়ু দূষণের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে চার শতাধিক স্কুল। সম্প্রতি বিষাক্ত ধোঁয়ায় তৈরি হওয়া এ দূষণ এতটা মাত্রা ছাড়িয়েছে যে স্কুল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। স্মরণকালের সবচেয়ে বেশি বায়ু দূষণের কবলে পড়েছে থাইল্যান্ড; পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। বিবিসি বলছে, ধুলা-বালি, নির্মাণ কাজ, বিভিন্ন শস্য পোড়ানো এবং নানা ধরনের কারখানা থেকে এ দূষণের সূত্রপাত। তবে এখনও পর্যন্ত কোনও কার্যকরী পদক্ষেপ নিতে পারেনি দায়িত্বশীল কেউ। নগর কর্তৃপক্ষ বায়ু দূষণের হাত থেকে রক্ষা পেতে রাস্তায় পানি ছিটানো, যানবাহন কমানোর ব্যবস্থা এবং প্রয়োজনীয় আরও কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App