×

বিনোদন

ওয়েব ফিল্মের জগতে এবার তারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০১৯, ১২:৫৬ পিএম

ওয়েব ফিল্মের জগতে এবার তারা
কয়েক বছর আগেও ওয়েব ফিল্ম শব্দটির সঙ্গে কোনো পরিচয় ছিল না এ দেশের দর্শকদের। এখন এই শব্দটির সঙ্গেই ধীরে ধীরে দর্শকদের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠছে। পশ্চিমেই প্রথম ওয়েব ফিল্মের সূত্রপাত। অনেকদিন শুধু এই নতুন ধারার কথাই শুনেছেন দর্শকরা। ধারাটির ঢেউ দর্শকদের উত্তেজিত করেছে প্রতিবেশী দেশেও এর জনপ্রিয়তা উথলে উঠলে। অন্য সব ট্রেন্ডের মতো ভারতে দিগি¦জয়ের পর বাংলাদেশেও ওয়েব ফিল্মের জোয়ার আসতে চলেছে। এটা এখনো ভবিষ্যৎকাল এই অর্থে যে, ওয়েব ফিল্ম এখনো বিপুল দর্শকদের কাছে পৌঁছেনি। কিন্তু শোবিজ সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন, অচিরেই দর্শকদের বিরাট অংশ ওয়েব ফিল্ম দেখতে হুমড়ি খেয়ে পড়বেন অনলাইনে। কারণ তাদের প্রিয় নির্মাতাদের অনেকেই প্রচলিত সিনেমা হলের জন্য ছবি না বানিয়ে ঝুঁকে পড়েছেন ওয়েব ফিল্মের দিকে। তিনজন জনপ্রিয় পরিচালক ওয়েব ফিল্মে নিজেদের হাত পাকাতে এগিয়ে এসেছেন। যাদের প্রত্যেকের পরের ছবির জন্য ছিল দর্শকদের প্রতীক্ষা, সেই প্রতীক্ষাকে জিইয়ে রেখেও দর্শকদের খুশি করতে চলেছেন এই তিন পরিচালক। গিয়াসউদ্দিন সেলিম, শিহাব শাহিন এবং দীপঙ্কর দীপন আর রুপালি পর্দার জন্য ছবি করছেন না। তারা সবাই ছবি করছেন অনলাইনের জন্য। নাটক নয়, টেলিফিল্ম নয়, ওয়েব সিরিজও নয়; ওয়েব ফিল্ম বানাচ্ছেন তারা। যে গল্প তারা বলতেন সিনেমা হলে, সেই গল্পই তারা তুলে দিচ্ছেন অনলাইনে। তিন পরিচালককে বড় পর্দার মতোই সাদরে গ্রহণ করবেন কিনা দর্শকরা, তার ওপরেই নির্ভর করছে ওয়েব ফিল্মের ভবিষ্যৎ। যদিও এখন পর্যন্ত এই ধারার জনপ্রিয়তার সম্ভাবনা ষোলোআনা।
গিয়াসউদ্দিন সেলিমের ‘প্রীতি’ গিয়াসউদ্দিন সেলিম বড়পর্দার সফল নির্মাতা। সর্বকালের অন্যতম হিট ছবি ‘মনপুরা’র কারিগর তিনি। তারপরও তিনি দর্শকদের কাছে ঘন ঘন যাননি। প্রায় এক দশক পর গত বছর তিনি বানান তার দ্বিতীয় ছবি ‘স্বপ্নজাল’। প্রথম ছবির মতো বড় সাফল্য পায়নি ছবিটি। দমে না গিয়ে সেলিম চলে এলেন ভিন্ন মাধ্যমে। স্বপ্নজালের নায়িকা পরীমণিকে নিয়ে বানালেন ‘প্রীতি’। প্রীতি একজন ক্রাইম রিপোর্টার। কিন্তু সমাজের অনেক অপরাধের ঘটনা সে প্রকাশ করতে পারে না। কারণ সে মেয়ে। কিন্তু প্রীতি হাল ছাড়ে না। দৃঢ় মনোবল নিয়ে সে এগিয়ে যায়। এরকম গল্পের তৈরি হয়ে অনলাইনে ছবি দেখার প্ল্যাটফর্ম বায়োস্কোপ অরিজিনালসের জন্য। আলফা আই মিডিয়া প্রডাকশন্স লিমিটেডের ব্যানারে নির্মিত এই ওয়েব ফিল্মের দৈর্ঘ্য ৩৭ মিনিট। পরীমণি ছাড়াও এই ছবিতে আরো অভিনয় করেছেন শ্যামল মাওলা, সূচনা আজাদ, শহীদুল আলম সাচ্চু, রহমত আলী, মোমেনা চৌধুরী, সুজাত শিমুল, কালিন্দী কনা, আমিরুল ইসলাম প্রমুখ। ১৩ ডিসেম্বর মুক্তি পায় ‘প্রীতি’। ওয়েব ফিল্মটি এখনো দর্শকরা দেখছেন। শিহাব শাহিনের ‘দ্বিতীয় কৈশোর’ শিহাব শাহিন প্রশংসিত হোন তার প্রথম ছবি ‘ছুঁয়ে দিলে মন’-এর জন্য। ২০১৫ সালের অল্প কটি ভালো ছবির মধ্যে এটি একটি। শিহাব শাহিন টিভি মাধ্যমেও বড় ক্যানভাসে অনেক কাজ করেছেন। ‘ছুঁয়ে দিলে মন’র পরে দর্শকরা তার কাছে আরেকটি ছবির আশায় বসেছিলেন। তিনি সিনেমা হলে গিয়ে তার ছবি দেখার সুযোগ আপাতত দিচ্ছেন না দর্শকদের। নিজেই ওয়েব ফিল্ম নিয়ে চলে যাচ্ছেন দর্শকদের কাছে। তার প্রথম ওয়েব ফিল্ম ‘দ্বিতীয় কৈশোর’-এ প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় তিন পুরুষ তারকা তাহসান খান, জিয়াউল ফারুক অপূর্ব এবং আফরান নিশো। তিন শিল্পীকে একফ্রেমে এনে দর্শকদের চমক দিয়েছেন শিহাব। ত্রিশের কোঠায় থাকা তিন তরুণের ভিন্নধর্মী সংকটের গল্প নিয়ে এগিয়েছে ওয়েব ফিল্মটির কাহিনী। তিন তারকার পাশাপাশি ওয়েব ফিল্মটিতে আরো অভিনয় করেছেন সানজীদা প্রীতি, রাইসা অর্পা, অর্ষা, রিফাত জাহান প্রমুখ। চলতি মাস থেকেই অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘বায়োস্কোপ’- এ দেখা যাবে ৬০ মিনিট দৈর্ঘ্যরে ওয়েব ফিল্মটি। দীপঙ্কর দীপনের ‘লিলিথ’ দীপঙ্কর দীপন নির্মাতা হিসেবে সফলতা পেয়েছেন ২০১৭ সালের সবচেয়ে আলোচিত ছবি ‘ঢাকা অ্যাটাক’ বানিয়ে। তার পরের ছবির জন্য দর্শকরা এক প্রকার অস্থির হয়েই ছিলেন। গত এক বছরের বেশি সময়ে দীপন একাধিক ছবির ঘোষণা দিয়েছেন। শেষ পর্যন্ত কোনো ছবি নিয়েই মাঠে নামতে পারেননি। বড়পর্দার মাঠ ছেড়ে দিয়ে তিনি চলে এলেন অনলাইন জগতে। না, দেশের প্ল্যাটফর্মে নয়, তিনি কাজ করছেন ভারতের প্ল্যাটফর্মে। ভারতের নামকরা চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ভেঙ্কটেশ ফিল্মসের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘হইচই’য়ের ব্যানারে তৈরি হচ্ছে দীপনের ওয়েব ফিল্মটি। ফিল্মের নাম ‘লিলিথ’। ‘পোড়ামন ২’ ও ‘দহন’ সিনেমা দিয়ে আলোচিত সিয়াম আহমেদ এবং ‘আয়নাবাজি’ দিয়ে চমক লাগানো নাবিলা অভিনয় করছেন ‘লিলিথে’। এটি ভবিষ্যৎ ঢাকার গল্প। তবে গল্পটি প্রেমকেন্দ্রিক। লিলিথ চরিত্রে দেখা যাবে নাবিলাকে। ‘লিলিথ’র গল্প লিখেছেন হাসনাত বিন মতিন। ওয়েব ফিল্মটির দৈর্ঘ্য হবে ৪০ মিনিট। চলতি মাসে ফিল্মটির শুটিং হয়েছে। ‘লিলিথ’র মধ্য দিয়ে ভেঙ্কটেশ বাংলাদেশের ডিজিটাল মাধ্যমে যাত্রা শুরু করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App