×

জাতীয়

স্পিকার পদে হ্যাটট্রিক করবেন শিরীন শারমিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০১৯, ১০:৫৮ এএম

স্পিকার পদে হ্যাটট্রিক করবেন শিরীন শারমিন

ড. শিরীন শারমিন চৌধুরী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথম অধিবেশন বসছে আজ বুধবার। নিয়ম অনুযায়ী সংসদ অধিবেশনের প্রথম দিন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করবেন সংসদ সদস্যরা। এবারের সংসদেও বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বহাল থাকছেন বলে নিশ্চিত হওয়া গেছে। রংপুর-৬ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য এর আগে নবম ও দশম জাতীয় সংসদে স্পিকারের দায়িত্ব পালন করেন। শিরীন শারমিন চৌধুরী দেশের প্রথম নারী স্পিকার। এবার নির্বাচিত হলে তিনি হবেন দেশের ইতিহাসে প্রথম তিন মেয়াদে দায়িত্ব পালন করা স্পিকার। একাদশ সংসদ নির্বাচনের আগে গত ২৩ ডিসেম্বর রংপুরের পীরগঞ্জে একটি নির্বাচনী জনসভায় বক্তৃতাকালে ড. শিরীন শারমিনকে নিজের মেয়ে উল্লেখ করে তার পক্ষে নৌকায় ভোট চান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সভায় শিরীন শারমিনকে আবারো স্পিকার করার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির পরেই স্পিকারের স্থান। তারপরে প্রধানমন্ত্রী। তাকে আবারো ভোট দিয়ে নির্বাচিত করলে আমরা স্পিকার নির্বাচন করতে পারব। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে রংপুর-৬ আসন থেকে ড. শিরীন শারমিন চৌধুরী বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন। একই সঙ্গে আওয়ামী লীগ বিপুল বিজয় পেলে শিরীন শারমিনের স্পিকার হওয়ার বিষয়টি আলোচনায় আসে। এবার তা বাস্তবায়ন হতে যাচ্ছে। আজই দেশের ইতিহাসে তৃতীয় মেয়াদে স্পিকার নির্বাচিত হচ্ছেন তিনি। আগামী ৫ বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন শিরীন শারমিন চৌধুরী। এ প্রসঙ্গে সরকার দলীয় সংসদ সদস্য নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ভোরের কাগজকে বলেন, ড. শিরীন শারমিন চৌধুরী ডায়নামিক। তার নেতৃত্বে এই সংসদ আলোকিত হয়েছে। এই সংসদকে তিনি পৃথিবীর বুকে তুলে ধরতে সক্ষম হয়েছেন। আমাদের বিশ্বাস তার নেতৃত্বে এই সংসদ আরো বেশি কার্যকর হবে। আমরা আবারো তাকে স্পিকার হিসেবে পেয়ে আনন্দিত হবো। বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা তার প্রতিক্রিয়ায় ড. শিরীন শারমিন চৌধুরীকে আগাম অভিনন্দন জানান। ভোরের কাগজকে তিনি বলেন, শিরীন শারমিন চৌধুরী অত্যন্ত মেধাবী, শিক্ষিত, মার্জিত ও ভদ্র। আমি বিগতদিনেও সংসদে ছিলাম। আমরা দেখেছি, তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে সংসদ পরিচালনা করেছেন। তার বাবা জাতির পিতা, বঙ্গবন্ধুর খুবই বিশ্বস্ত ও আস্থাভাজন ছিলেন। কন্যা হিসেবে শিরীন শারমিনও বর্তমান প্রধানমন্ত্রীর বিশ্বস্ত, আমাদেরও বিশ্বস্ত। আমাদের বিশ্বাস এবারো তিনিই স্পিকার হিসেবে দায়িত্ব নেবেন। আমাদের পার্টি থেকে তাকে আগাম অভিনন্দন জানাচ্ছি। আগামীতেও তিনি সংসদে ভালো ভ‚মিকা রাখবেন। বিরোধী দল হিসেবে আমরা তাকে সব ধরনের সহায়তা করব। যে প্রক্রিয়ায় স্পিকার নির্বাচন করা হবে : নিয়ম অনুযায়ী স্পিকার নির্বাচনের জন্য নির্ধারিত সময়ের কমপক্ষে এক ঘণ্টা আগে যেকোনো সংসদ সদস্য সচিবকে সম্বোধন করে লিখিতভাবে একটি প্রস্তাবের নোটিশ দেবেন, স্পিকার হিসেবে অন্যকোনো সদস্যকে নির্বাচিত করা হোক। এরপর নোটিশটি তৃতীয় একজন সদস্য কর্তৃক সমর্থিত হবে। প্রস্তাবিত সদস্যের একটি বিবৃতিও এই নোটিশের সঙ্গে সংলগ্ন থাকবে, নির্বাচিত হলে তিনি স্পিকার হিসেবে কাজ করতে সম্মত আছেন। তবে শর্ত থাকে, কোনো সদস্য নিজের নাম প্রস্তাব করতে পারবেন না বা তার নাম প্রস্তাব করা হলে তিনি নিজে সমর্থন করতে পারবেন না। আরো শর্ত থাকে, কোনো ব্যক্তি তার নিজের নির্বাচনের সময় সভাপতিত্ব করবেন না। তবে চাইলে তিনি প্রস্তাবটি প্রত্যাহার করতে পারবেন, সেক্ষেত্রে এই বিষয়ের মধ্যেই তার বক্তব্য সীমাবদ্ধ থাকবে। যথাযথভাবে প্রস্তাব উত্থাপিত ও সমর্থিত প্রস্তাবগুলোকে উত্থাপিত হওয়ার ক্রমানুসারে ভোটে দেয়া হবে। প্রয়োজনে বিভক্তি ভোটের মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হবে। কোনো প্রস্তাব গৃহীত হয়ে গেলে সভাপতি অবশিষ্ট প্রস্তাবগুলোকে ভোটে না দিয়ে ঘোষণা করবেন গৃহীত প্রস্তাবে উল্লিখিত সদস্য স্পিকার নির্বাচিত হবেন। এরপর সংবিধানের তৃতীয় তফসিলে প্রদত্ত সংসদের স্পিকারের জন্য নির্ধারিত ফরমে শপথ নেবেন বা ঘোষণা করবেন এবং স্বাক্ষর করবেন। স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি। প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল তৎকালীন জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেয়ার পর স্পিকারের পদটি শূন্য হয়। এরপর সংরক্ষিত সংসদ সদস্য তৎকালীন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী ৩০ এপ্রিল স্পিকার হিসেবে নির্বাচিত হন। ২৪ জানুয়ারি ২০১৪ পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। এরপর বিএনপিসহ একটি রাজনৈতিক জোটের নির্বাচন বর্জনের মধ্য দিয়ে দশম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ আবারো সরকার গঠন করলে শিরীন শারমিনকে দ্বিতীয়বারের মতো স্পিকার নির্বাচিত করা হয়। ২০১৪ সালের ২৯ জানুয়ারি থেকে এখন পর্যন্ত তিনি স্পিকার হিসেবে দায়িত্বরত রয়েছেন। অত্যন্ত মেধাবী ড. শিরীন শারমিন চৌধুরী কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন-সিপিএর নির্বাচিত প্রথম বাংলাদেশি প্রেসিডেন্ট। সংসদ পরিচালনা ছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে তার দক্ষতা সর্বমহলে প্রশংসিত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App