×

জাতীয়

শ্রীনগরে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০১৯, ০৪:৩২ পিএম

শ্রীনগরে ছেলের বিরুদ্ধে মায়ের মামলা
শ্রীনগরে গর্ভজাত ছেলের বিরুদ্ধে তার মা আদালতে মামলা দায়ের করেছেন। উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের জগন্নাথপট্রির মৃত আব্দুল জলিল বেপারীর স্ত্রী ইমানজা বেগম (৫০) নামে এক মা তার ছেলে ইউসব (৩৮), পুত্রবধু শাহানাজ বেগম (৩০) ও নাতি ইয়াকুব (১৭) কে আসামী করে মুন্সীগঞ্জ আদালতে মামলা দায়ের করেছেন (সি,আর মামলা নং-১৯ (১) ২০১৯)। মামলা সূত্রে জানাযায়, ইমানজা বেগমের ছেলে তার মায়ের ভরন পোষন ও কোন প্রকার খোজখবর রাখেন না। তাকে ছোট খাটো বিষয়ে মানসিক নির্যাতনসহ শারীরিক নির্যাতন করে আসছে। গত ২৬ এপ্রিল ও ইমানজা বেগমের জায়গা সম্পত্তি লিখে নেওয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে তাকে মারধর করে। তার কয়েক মাস পরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় দফায় তাকে মরে আহত করা হয়। এসময় স্থানীয় লোকজন ইমানজা বেগমকে আহত অবস্থায় উদ্ধার করেন। ছেলের নির্যাতনের স্বীকার মা স্থানীয় ভাবে কোন সমাধান না পেয়ে আদলতের দ্বারস্ত হন। এ বিষয়ে ইমানজা বেগম বলেন, এখনও নানা ভাবে ছেলে, বউ ও নাতি আমাকে মানসিক নির্যাতন ও জানে মেরে ফেলার হুমকি ধমকি দিচ্ছে। নিজের জানমালের নিরাপত্তা চেয়ে গত ২৩ জানুয়ারি জেলা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেছি (মামলা নং- ৩২ (১) ২০১৯)। মেয়েদের ও স্থানীয়দের আর্থিক সহযোগিতায় আমার দিন চলছে। মাকে মানসিক নির্যাতন ও মারধরের বিষয়ে ছেলে ইউসুবের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে স্থানীয় ভাবে সমাধান করা হয়েছে। ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত জানান, মা ছেলে উভয় পক্ষ আমার কাছে এসেছিল। আমি তাদের এ বিষয়ে আদালতের মাধ্যমে আপোষ করার পরামর্শ দিয়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App