×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আসার সহজ উপায় জানালো হিউম্যান সাপোর্ট করপোরেশন

Icon

শামীম আহমেদ

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০১৯, ০১:১৮ এএম

যুক্তরাষ্ট্রে আসার সহজ উপায় জানালো হিউম্যান সাপোর্ট করপোরেশন
যোগ্যতা সম্পন্ন লোকজন ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েবার প্রোগ্রামের মাধ্যমে যুক্তরাষ্ট্রে আসতে পারে এবং স্থায়ীভাবে বসবাসেরও সুযোগ লাভ করতে পারে। উচ্চ শিক্ষা গ্রহণের জন্যও রয়েছে অনেক সুযোগ-সুবিধা। নিউইয়র্কে হিউম্যান সাপোর্ট করপোরেশন আয়োজিত এক সেমিনারে ফোরডহাম ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক কম্পিউটার ইঞ্জিনিয়ার ড. জাকিরুল আলম ভূঁইয়া মূল আলোচকের বক্তব্যে এ তথ্য জানান। নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় মামুন’স টিউটোরিয়ালে গত ২৭ জানুয়ারি রোববার সন্ধ্যায় প্রবাসীদের নানাবিধ সুযোগ-সুবিধা শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। হিউম্যান সাপোর্ট কর্পোরেশন ও বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি ইউএসএ’র সভাপতি এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ সোলায়মান আলীর পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী মুরাদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ হারুনুজ্জামান ভূঁইয়া ও কমিউনিটি বোর্ড ৭ এর চেয়ারপার্সন এডালিনা ওয়াকার সান্তিয়াগো। সেমিনারে অন্যান্য আলোচকদের মধ্যে ছিলেন, লেহম্যান কলেজের প্রভাষক কম্পিউটার ইঞ্জিনিয়ার সাফিউল রনি, নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব কনজ্যুমার এফেয়ার্সের সিনিয়র সহকারী তানজিলা রহমান, মামুন’স টিউটরিয়ালের প্রিন্সিপাল ও মূলধারার ম্যাথ টিচার শেখ আল মামুন, রিয়েল এস্টেট ব্রোকার, ট্যাক্স-ইমিগ্রেশন ও মাল্টিসার্ভিস প্রভাইডার মোঃ সোলায়মান আলী এবং সিপিএ রহমান। মূল আলোচক ফোরডহাম ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ড. জাকিরুল আলম ভূঁইয়া আধুনিক শিক্ষা গ্রহণ ও ইমিগ্রেশন সুবিধা নিয়ে আলোচনা করেন। এসময় ড. জাকিরুল নিজের উদাহরন টেনে বলেন, তিনি স্ব-পরিবারে যুক্তরাষ্ট্রে এসে চার মাসের মধ্যেই গ্রীন কার্ড পেয়েছেন। তথ্য মূলক বাস্তব জীবনের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, যোগ্যতা সম্পন্ন লোকজন দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করে ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েবার প্রোগ্রামের মাধ্যমে যুক্তরাষ্ট্রে আসতে পারে এবং স্থায়ীভাবে বসবাসের সুযোগ লাভ করতে পারে। লেহম্যান কলেজের প্রভাষক ইঞ্জিনিয়ার সাফিউল রনি শিক্ষা ও ক্ষমতায়ন বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, শিক্ষার বিকল্প নেই। উপযুক্ত শিক্ষাই তাকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দিয়েছে। তিনি বলেন, আমাদের সন্তানরা পড়াশোনায় খুবই ভালো করছে। নতুন প্রজন্মের উচ্চ শিক্ষার্জনের জন্য দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। এতে নিজেদের জীবন যেমন সুন্দর সার্থক হবে, পাশাপাশি দেশের জন্যও সুনাম অর্জন হবে। নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব কনজ্যুমার এফেয়ার্সের সিনিয়র সহকারী তানজিলা রহমান ফ্রী ট্যাক্স ফাইলিং সহ সিটির নানাবিধ সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, স্বল্প আয়ের মানুষের জন্য ফ্রি ট্যাক্স ফাইল, ক্রেডিট সমস্যা সমাধান সহ সিটির প্রায় শতাধিক প্রোগ্রাম চালু রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। ৩১১ কল করে নিজ ভাষায়ও নানাবিধ সুযোগ-সুবিধার কথা জানার সুযোগ রয়েছে। সেমিনারে সিপিএ রহমান ইনকাম ট্যাক্স বিষয়ে আলোচনা করতে গিয়ে বলেন, ট্যাক্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রফেশনাল এক্সপার্টদের পরামর্শ মোতাবেক সকলের ট্যাক্স ফাইল করা উচিত। সামান্য ভুল বিরাট সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তিনি জানান, এবার চাইল্ড ক্রেডিট জন প্রতি ২০০০ ডলার হলেও ১৪০০ ডলার পাওয়া যাবে। এবছর পার্সোনাল একজামশান কমেছে। অপেক্ষাকৃত কম ইনকাম ট্যাক্স ফাইলারগণ বেশি সুবিধা পাবেন। রিয়েল এস্টেট ব্রোকার, ট্যাক্স-ইমিগ্রেশন ও মাল্টিসার্ভিস প্রভাইডার মোঃ সোলায়মান আলীর আলোচ্য বিষয় ছিল স্বপ্নের ঘর-বাড়ীর ক্রেতা-বিক্রেতার নানা সুযোগ-সুবিধা। তিনি বলেন, অনেকেই জানে না রেন্ট টু বাই প্রোগ্রামের মাধ্যমে ভাড়া পরিশোধ করেও বাড়ির মালিক হওয়ার সুযোগের কথা। স্বল্প মূল্যের কো-অপ যেমন মাত্র ২০/২৫ হাজার ডলার দিয়ে কেনা সম্ভব। কো-অপে রয়েছে নানান সুবিধা। তিনি বলেন, স্বল্প আয়ের মানুষের জন্য হাউজিং সাবসিডি, বা এফোর্ডেবল হাউজিং, ডমেস্টিক ভায়োলেন্স পারিবারিক সমস্যার জন্য হাউজিং সুবিধা, অসুস্থ, পঙ্গু, হেপাটাইটিস বি, এইডসের রুগী সহ সবার জন্য উন্মুক্ত রয়েছে আবাসিক সুবিধা। এন এইচ এস (niborhood housing service-NHS website) থেকে প্রথম বায়ারদের ৩০ থেকে ৬০ হাজার ডলারের অফেরৎযোগ্য অনুদানের বিস্তারিত তথ্য জানিয়ে সোলায়মান আলী বলেন, বেলভিউ হাসপাতালের মানসিক রোগী পরিচর্যা বিষয়ক টেকনিশিয়ান আনোয়ারা বেগম ৭০ হাজার ডলারের কো-অপ কিনে ৩০ হাজার ডলার সরকারি অফেরৎযোগ্য অনুদান পেয়েছেন। সেমিনারে শিক্ষক শেখ আল মামুন শিক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। তিনি কলেজ রেডিনেস, স্কলারশীপ, ফাইনানশিয়াল এইড, স্টুডেন্ট লোন, এসএটি, রিজেন্টস টেস্ট, স্পেশালাইজড হাই স্কুলে ভর্তি পরীক্ষা সংক্রান্ত ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, মা-বাবারা স্কুল লেভেলের শিক্ষার্থীদের ওপর ভালভাবে নজর দিলে তারা কলেজ লাইফে স্কলারশীপ নিয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ লাভ করতে পারে। উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আয়োজকবৃন্দ বলেন, ক্রমবর্ধমান ব্রঙ্কস কমিউনিটির সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সেমিনারটির আয়োজন করা হয়। সেমিনারে কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে ছিলেন আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক সভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি ইউএসএ’র সহ সভাপতি রফিকুল ইসলাম ও কফিল চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম মিয়া, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শাহেদ আহমেদ, হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের সাধারণ সম্পাদক তপন কুমার সেন, নর্থ বেঙ্গল সোসাইটির সহ সভাপতি আবু পাশা, লেখক প্রদীপ কুমার মালাকার, জীবন কৃষ্ণ মন্ডল, আঃ মুহিত প্রমুখ। বিপুল সংখ্যক প্রবাসী সেমিনারে যোগ দেন। সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশী-আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি ইউএসএ ইনক ও বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App