×

অর্থনীতি

ব্রডগেজ হবে দেশের সব রেলপথ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০১৯, ০৩:০৪ পিএম

ব্রডগেজ হবে দেশের সব রেলপথ
বাংলাদেশ রেলওয়ের আওতায় সব মিটার গেজ রেলপথকে পর্যায়ক্রমে ব্রডগেজে রূপান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মঙ্গলবার রাজধানীর শেরে-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে ৭০টি মিটার গেজ (এমজি) ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ (ডিই) লোকোমোটিভ সংগ্রহ প্রকল্প অনুমোদন দেয়া হয়। প্রকল্পের মোট ব্যয় দুই হাজার ৬৫৯ কোটি টাকা। প্রকল্পটি অনুমোদনের সময় প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর বরাত দিয়ে রেলওয়ে প্রসঙ্গে মন্ত্রী আরো বলেন, রেলওয়ের দক্ষতা বাড়াতেই ব্রডগেজে যেতে হবে। আমরা বিদেশ থেকে রেলের ক্ষুদ্র যত্রাংশ কিনছি, ভবিষ্যতে দেশেই এগুলো বানাতে হবে। রেল পার্টস তৈরির জন্য প্রয়োজনীয় জনবল ও অবকাঠামো তৈরির নির্দেশ দেন সংশ্লিষ্টদের। সমন্বিত পরিবহন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, রেল, নৌ ও সড়ক পথে সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়তে হবে। উন্নত দেশে এমন ব্যবস্থা চালু আছে। এক টিকিটে সব পরিবহনে যাতায়াত করা যায়। ব্যয় সাশ্রয়ী করার জন্য গুরুত্ব দিতে হবে। এই প্রকল্পটিসহ ১৬ হাজার ৪৩৩ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্পের মধ্যে নতুন পাঁচটি এবং সংশোধিত প্রকল্প চারটি। এর মধ্যে সরকারি তহবিল থেকে পাওয়া যাবে ১৩ হাজার ৬২০ কোটি টাকা। বৈদেশিক ঋণ হিসেবে পাওয়া যাবে ২ হাজার ৫২৭ কোটি টাকা। আর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা থেকে পাওয়া যাবে ২৮৫ কোটি টাকা। গতকাল এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রকল্পের সারসংক্ষেপ তুলে ধরেন। প্রকল্পগুলোর মধ্যে অন্যতম পল্লীবিদ্যুতায়ন স¤প্রসারণের মাধ্যমে সাড়ে ১৯ লাখ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেয়া। ২০২১ সালে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যেই ঘরে ঘরে বিদ্যুৎ দিতে চলমান একটি প্রকল্পের আওতায় অতিরিক্ত সাড়ে ৪ লাখ ঘরে বিদ্যুৎ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। প্রথম ধাপে একটি প্রকল্পে পল্লীবিদ্যুৎ স¤প্রসারণের মাধ্যমে ১৫ লাখ গ্রাহকের ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছিল ২০১৬ সালের জানুয়ারি মাসে। তবে ২০১৮ সালের ডিসেম্বর মাসেই ১৫ লাখ গ্রাহকের ঘরে বিদ্যুৎ দেয়া হয়েছে। একই প্রকল্পের সময়-ব্যয় বাড়িয়ে আরো সাড়ে ৪ লাখ গ্রাহকের ঘরে বিদ্যুৎ দেয়া হবে। ফলে সময় ২০২০ সালের জুন মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রথমে প্রকল্পের মোট ব্যয় ছিল ৬ হাজার ৯১৫ কোটি টাকা। এখন অতিরিক্ত সাড়ে ৪ লাখ গ্রাহকের ঘরে বিদ্যুৎ দিতে প্রকল্পের ব্যয় বাড়ছে ১ হাজার ৭৭৫ কোটি টাকা। গ্রামীণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করার মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রমের প্রসার, ক্ষুদ্র পরিসরে শিল্পায়ন, নতুন কর্মসংস্থান ও গ্রামীণ জনগণের উন্নয়নের চলমান প্রকল্পের আওতায় এ উদ্যোগ। এছাড়া বাংলাদেশ রেলওয়ের আওতায় সব মিটারগেজ রেলপথকে পর্যায়ক্রমে ব্রডগেজে রূপান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুমোদিত অন্য প্রকল্পগুলো হচ্ছে- ১ হাজার ৩২০ কোটি ৩৭ লাখ টাকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক নিরাপত্তা বিধানকল্পে ৯৯ কম্পোজিট ব্রিগেড স্থাপন (১ম সংশোধিত) প্রকল্প; ২৮৮ কোটি ৬৯ লাখ টাকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কক্সবাজারের লিংক রোড-লাবনী মোড় সড়ক (এন-১১০) চারলেনে উন্নীতকরণ প্রকল্প; ১০২ কোটি ৪৩ লাখ টাকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আরিচা (বরঙ্গাইল)-ঘিওর-দৌলতপুর-টাঙ্গাইল সড়কের ৬ষ্ঠ কিলোমিটারে ১০৩.৪৩ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প; ১৫৫ কোটি ৩৮ লাখ টাকার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ডিজিটাল কানেকটিভিটি শক্তিশালীকরণে সুইচিং ও ট্রান্সমিশন নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্প।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App