×

বিনোদন

বইমেলায় এবার শানুর উপন্যাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০১৯, ০৬:৫৩ পিএম

বইমেলায় এবার শানুর উপন্যাস

অভিনেত্রী শানু

লেখক হিসেবে অনেকদূর এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন রয়েছে অভিনেত্রী শানারেই দেবী শানুর। ২০১৭ সালে একুশে গ্রন্থমেলায় তার প্রথম কবিতার বই ‘নীল ফড়িং কাব্য’ প্রকাশিত হয়। প্রথম কবিতার বই দিয়েই বেশ সাড়া ফেলেন শানু। সে বছরই কবিতার বই লিখে ‘সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার’ লাভ করেন তিনি। পরের বছর শানুর অনন্যা থেকে ‘লাল এপিটাফ’, চৈতন্য থেকে ‘অসময়ের চিরকুট’ এবং তা¤্রলিপি থেকে ‘ত্রিভ‚জ’ কবিতাগ্রন্থ প্রকাশিত হয়। গত বছরের শেষপ্রান্তে এসে তিনি একটি উপন্যাস লেখার কাজে নিজেকে মগ্ন রাখেন। আসছে একুশে গ্রন্থমেলায় শানুর লেখা প্রথম উপন্যাস ‘একলা আকাশ’ পাঠকের হাতে তুলে দিচ্ছে তা¤্রলিপি প্রকাশনী। তবে এবারের বইমেলায় যে তার উপন্যাসই যে শুধু প্রকাশ হচ্ছে এমনটি নয়। ‘একলা আকাশ’র পাশাপাশি শিশুতোষ গল্পের বই ‘শানারেই ও তার জাদুর লেইট্রেইন’ প্রকাশ পাচ্ছে গ্রন্থমেলায়। এটি প্রকাশ করছে অনন্যা। শানারেই দেবী শানু বলেন, আমার লেখালেখরি অনুপ্রেরণা আমার বাবা। সবসময়ই আমার ইচ্ছে হতো বাবার মতো লিখতে। তবে কখনো ভাবনা ছিল না যে লেখালেখি করতে পারব। কিন্তু অবশেষে যখন লেখালেখি শুরুই করে দিয়েছি তখন বাবার পথটা অনুসরণ করে নিজেকে অনেক দূরে নিয়ে যেতে চাই এই লেখালেখির ভুবনে। অবশ্যই সবার আশীর্বাদ কামনা করি সবসময়। এবারের গ্রন্থমেলায় রোমান্টিক গল্পের উপন্যাস একলা আকাশ নিয়ে আমি খুবই আশাবাদী। পাশাপাশি বাচ্চাদের জন্য বইটি নিয়েও আশাবাদী আমি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App