×

জাতীয়

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে ৭টি পানের বরজে আগুন  :  ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি 

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০১৯, ০৪:২৬ পিএম

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে ৭টি পানের বরজে আগুন  :  ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি 
ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু  উপজেলার গবরাপাড়া গ্রামে বুধবার দুপুর ১ টার দিকে সাতটি পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে।জানা যায়, গবরাপাড়া স্কুল পাড়ার পান চাষী আব্দুস সালাম,হবিবর,ইউনূস, কুদ্দুস, লাভলু,তৈয়বুর রহমান সহ মোট ৭ জন একই জায়গায় পান চাষ করে। রাস্তার পাশের কিছু মানুষ দুপুরে হটাৎ দেখতে পায় পানের বরজে ধোঁয়া উড়ছে ।কাছে গিয়ে দেখে পানের বরজে আগুন ধরে গেছে।এতে চিৎকার করলে আরো লোকজন জড়ো হয়ে পানি দিতে থাকে।এর মধ্যে আগুন নেভাতে সক্ষম হলেও  ৭টি পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়।বরজ পুড়ে যাওয়া বিষয়ে স্থানীয় মেম্বার আব্দুর রহিম বলেন, আমি জেনে ফায়ার সার্ভিসে খবর দিই ফায়ার সার্ভিস  আসতে আসতেই সাতটি বরজই পুড়ে যায় যার ক্ষয়ক্ষতির পরিমান ১৫ লক্ষ টাকার মত হবে তবে ঠিক কি কারনে পুড়েছে সঠিকটা জানতে না পারলেও সবাই ধারনা করছে কেউ বিড়ি খেয়ে ফেলে দেওয়া  আগুন থেকেই আগুনের সুত্রপাত হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App