×

জাতীয়

কে হচ্ছেন জাতীয় সংসদ উপনেতা?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০১৯, ১১:২০ এএম

কে হচ্ছেন জাতীয় সংসদ উপনেতা?
কে হচ্ছেন একাদশ জাতীয় সংসদের উপনেতা? এ নিয়ে চলছে নানা আলোচনা-পর্যালোচনা। দশম জাতীয় সংসদের উপনেতা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীকে এবার সংসদ উপনেতা করা হচ্ছে না তা প্রায় নিশ্চিত। কারণ দীর্ঘদিন ধরেই তিনি শারীরিকভাবে অসুস্থ। এ কারণে আগের মতো দল ও সংসদে উপস্থিত থাকতে পারবেন না তিনি। ফলে তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন এ নিয়ে কৌত‚হলের শেষ নেই। এ পরিস্থিতিতে এ পদে দলটির দুজন বর্ষীয়ান নেতার নাম আলোচিত হচ্ছে। যারা এবার মন্ত্রিসভায় ঠাঁই পাননি। তাদের একজন হলেন এক সময়ের তুখোর ছাত্রনেতা ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অগ্নিকন্যা মতিয়া চৌধুরী। দশম সংসদে তোফায়েল আহমেদ বাণিজ্য ও মতিয়া চৌধুরী কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। এ ছাড়া দলটির উপদেষ্টা পরিষদের আরেক সদস্য আমির হোসেন আমুর নামও আলোচনায় রয়েছে। আওয়ামী লীগের নীতি-নির্ধারণী ফোরামের একাধিক নেতা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরই দলের সিনিয়ন নেতা হিসেবে রয়েছেন সৈয়দা সাজেদা চৌধুরী। বিগত সংসদে সংসদ উপনেতা ছিলেন তিনি। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তিনি আগের মতো সময় দিতে পারছেন না। এ কারণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম দফায় তাকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। পরে সাজেদা চৌধুরীর সমর্থকরা রাস্তা-অবরোধ করে আন্দোলনের ডাক দিলে তাকে মনোনয়ন দেয়া হয়। এমপি হলেও এবার তাকে সংসদ উপনেতার দায়িত্ব দেয়ার সম্ভাবনা নেই। ফলে সিনিয়র নেতা হিসেবে তালিকায় আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও মতিয়া চৌধুরী আছেন। তাদের মধ্য থেকে একজনকে সংসদ উপনেতার দায়িত্ব দেয়া হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর একজন সদস্য গতকাল ভোরের কাগজকে জানান, মতিয়া চৌধুরীই হতে পারেন সংসদ উপনেতা। কারণ বিগত দিনে দল ও মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি সংসদে উপস্থিতির ক্ষেত্রেও তিনি রেকর্ড গড়েছেন। গত সংসদের অধিবেশন কক্ষে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরেই উপনেতা হিসেবে সাজেদা চৌধুরী বসতেন। এরপরই মতিয়া চৌধুরীর আসন ছিল। সেই হিসেবে এবার মতিয়া চৌধুরীই হচ্ছেন সংসদ উপনেতা তা অনেকটাই নিশ্চিত। কারণ শেখ হাসিনার আস্থা ও বিশ্বাসভাজন হিসেবে পরিচিত মতিয়ার দলে অনেক ভূমিকা রয়েছে। ১/১১তে শেখ হাসিনা যখন জেলে ছিলেন তখন আওয়ামী লীগের তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে দল পরিচালনা করেছেন তিনি। কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনেও তিনি সফলতার পরিচয় দিয়েছেন। ব্যক্তি জীবনে সৎ, নির্লোভ ও কর্মঠ মতিয়া চৌধুরী আগে থেকেই শেখ হাসিনার গুডবুকে রয়েছেন। সব ঠিক থাকলে আজকের সংসদ অধিবেশনেই এ ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App