×

বিনোদন

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০১৯, ০৪:১০ পিএম

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা
বাংলা সাহিত্যে অনন্য অবদান রাখায় ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৮’-এ ভ‚ষিত হয়েছেন চারজন। এরা হলেন কবি কাজী রোজী, কথাসাহিত্যিক মোহিত কামাল, প্রাবন্ধিক ও গবেষক সৈয়দ মোহাম্মদ শাহেদ এবং সাহিত্যিক আফসান চৌধুরী। গতকাল সোমবার বিকেলে বাংলা একাডেমির মুনীর চৌধুরী সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ চারজনের নাম ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক কবি হাবিবুল্লাহ সিরাজী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিাত ছিলেন একাডেমির সচিব আবদুল মান্নান ইলিয়াস, একাডেমির পরিচালক অপরেশ কুমার ব্যানার্জি, উপপরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। আগামী ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্তদের হাতে এ সম্মাননা তুলে দেবেন। বাংলা একাডেমির মহাপরিচালক জানান, দশটি বিভাগের মধ্যে চারটি বিভাগ, অর্থাৎ কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ ও গবেষণা এবং মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য শাখায় এ পুরস্কার দেয়া হচ্ছে। কবিতায় পুরস্কার পাচ্ছেন কবি কাজী রোজী, কথাসাহিত্যে মোহিত কামাল, প্রবন্ধ ও গবেষণায় সৈয়দ মোহাম্মদ শাহেদ এবং মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে আফসান চৌধুরী পাচ্ছেন এই পুরস্কার। শিল্পকলায় ওস্তাদ আজিজুলের বাঁশি সন্ধ্যা আজ : আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও একুশে পদকপ্রাপ্ত বাঁশিশিল্পী ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশি সন্ধ্যা আজ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে জাতীয় নাট্যশালার মিলনায়তনে তিনি বাঁশির মুগ্ধতা ছড়াবেন। ওস্তাদ আজিজুল ইসলাম যিনি ক্যাপ্টেন আজিজুল ইসলাম নামেও পরিচিত। পেশাগত জীবনে তিনি নাবিক ও ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের একনিষ্ঠ অনুরাগী। কর্মজীবনের পাশাপাশি শাস্ত্রীয় সঙ্গীত শ্রবণ ও চর্চা অব্যাহত রেখেছেন এই গুণী। সঙ্গীতে প্রথাগত শিক্ষা নয়। সত্য ও সুন্দরের খোঁজে ক্যাপ্টেন আজিজুল ইসলাম ক্রমেই হয়ে ওঠেন এক আত্মপ্রত্যয়ী সুরস্রষ্টা। এই শিল্পীর বাঁশির সুর মন্ত্রমুগ্ধের মতো টানে মানুষকে। তার শিল্পীজীবন উৎসর্গীকৃত হয়েছে শিল্পের উৎকর্ষ লাভের আকাক্সক্ষায়। নিভৃতচারী এই শিল্পীর জন্ম ১৯৪৫ সালে রাজবাড়িতে। তার পৈতৃক বাড়ি সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর স্মৃতিধন্য ব্রাহ্মণবাড়িয়ায়। শৈশব থেকে তিনি চট্টগ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App