×

খেলা

চিটাগং ভাইকিংসের সংগ্রহ ১১৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০১৯, ০৪:৪০ পিএম

চিটাগং ভাইকিংসের সংগ্রহ ১১৬

মুশফিক

শহীদ আফ্রিদি ও মোহাম্মদ সাইফুদ্দিনদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ঘরের মাঠে ৮ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করেছে চিটাগং ভাইকিংস। শেষ দিকে মোসাদ্দেক হোসেন সৈকত ঝড়ো ব্যাট চালিয়ে স্কোর বড় করেন। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ দেরি করে শুরু হবার পর টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম। কুমিল্লা ভিক্টোরিয়ানসের পেসার আবু হায়দার রনির প্রথম ওভার শেষ হতে না হতেই ফের শুরু হয় বৃষ্টি। এতে বেশ কিছুক্ষণ খেলা বন্ধ রাখতে হয় ম্যাচ অফিসিয়ালদের। বৃষ্টি কমলে নির্ধারিত ২০ ওভারের বদলে ১৯ ওভার করে ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয়া হয়। এরপরই ভেজা মাঠে বিপদে পড়ে ভাইকিংসরা। সাদমান ইসলাম ও ইয়াসির আলী দুজনই ফেরেন খালি হাতে। শাহজাদ একা লড়াই চালিয়ে গেলেও থিতু হতে পারেননি মুশফিকুর রহিম, নজিবুল্লাহ জাদরান, ক্যামেরুন ডেলপোর্ট, ও সিকান্দার রাজা। ১৩তম ওভারে ৩৩ বলে ৩৫ রান করে ফিরে যান আফগান ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। এরপর ২২ রানের ছোট জুটি গড়েন মোসাদ্দেক হোসেন ও নাঈম ইসলাম। ১৩ বলে ৪ রান করে নাঈম ফিরে গেলেও আবু জায়েদকে নিয়ে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন মোসাদ্দেক। ২৫ বলে ৪৩ রান করেন মোসাদ্দেক। ১৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে বন্দর নগরীর দলটি। ভিক্টোরিয়ানসদের হয়ে দুটি করে উইকেট নেন সাইফুদ্দিন, শহিদ আফ্রিদি ও ওয়াহাব রিয়াজ। একটি উইকেট তুলে নেন মেহেদী হাসান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App