×

জাতীয়

আশুলিয়ায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগে, নিহত ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০১৯, ০৬:৫১ পিএম

আশুলিয়ায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগে, নিহত ৪

তলিয়ে যাওয়া ট্রাক ও নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান

সাভারে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়া বড়ব্রীজ এলাকায় মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় ইটভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ৪০ ফুট নিচে খালে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৪ জন হয়েছে।

সকাল সাড়ে ৯টায় ২ জনের লাশ উদ্ধার করার পর বেলা সাড়ে ১১টায় খালে পানির নিচ থেকে নিখোঁজ আরও ২জনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- মেঘনা ইটভাটার শ্রমিক আরিফ মিয়া (১৮) ও শাহিন (৩০), ট্রাকচালক মুজাহিদ (২৫) ও ইটভাটার নিরাপত্তাকর্মী আব্দুল কাদের (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর রাতে মড়াগাং এলাকার মেঘনা ব্রিক্স-এর একটি ট্রাক ইট নিয়ে আশুলিয়া রওয়ানা দেয়। এসময় ট্রাকটি আশুলিয়া বড়ব্রীজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ৪০টি ফিট নিচে খালে পড়ে যায়।

ট্রাকটিতে চালক-হেলপারসহ পাঁচজন ছিল। একজন সাঁতরিয়ে খাদের পাড়ে উঠলেও চারজন নিখোঁজ থাকে।

পরে প্রথমে সকাল সাড়ে ৯টার দিকে দুজনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরি দল। পরে সাড়ে ১১টার দিকে ট্রাকটিসহ আরও দুই জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরিরা।

পুলিশ জানায়, আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App