×

অর্থনীতি

বাণিজ্যমেলা আগারগাঁওয়েই থাকছে : বাণিজ্যমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০১৯, ০২:৩৯ পিএম

বাণিজ্যমেলা আগারগাঁওয়েই থাকছে : বাণিজ্যমন্ত্রী
চলতি বছরই পূর্বাচলে আন্তর্জাতিক প্রদর্শনী হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে বাণিজ্যমেলা আপাতত আগারগাঁওয়েই থাকছে। গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্যমেলায় সারিকা ফ্যান্টাসি ইমাজিং ওয়ার্ল্ডে প্রতিবন্ধীদের বিনামূল্যে রাইডসেবা পরিদর্শনে এসে এ তথ্য জানান তিনি। এ সময় বঙ্গবন্ধু প্যাভিলিয়নও পরিদর্শন করেন মন্ত্রী। বাণিজ্যমন্ত্রী বলেন, একটা আন্তর্জাতিক মেলা করতে বড় জায়গার প্রয়োজন হয়। পূর্বাচলে আপাতত সে পরিমাণ জায়গা প্রস্তুত নেই। তবে চলতি বছর বা চলতি বছরের শেষ দিকে আন্তর্জাতিক প্রদর্শনী হবে পূর্বাচলে। সেখানে টেক্সটাইলসহ রপ্তানিমুখী সব পণ্য প্রদর্শনের সম্ভাবনা আছে। তবে বাণিজ্যমেলা আপাতত আগারগাঁওয়েই অনুষ্ঠিত হবে। প্রতিবন্ধীদের প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা না, তারা সমাজের মূল ধারায় এসেছে। প্রধানমন্ত্রী ও তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন। তাদের এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা করা হবে। এর আগে তিনি বাণিজ্যমেলা প্রাঙ্গণে সারিকা ফ্যান্টাসি ইমাজিং ওয়ার্ল্ডে প্রতিবন্ধীদের বিনামূল্যে রাইডসেবা উদ্বোধন করেন। এ সময় তিনি প্রতিবন্ধী শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঙ্গে রাইডে চড়ে গল্প করেন কিছু সময়। এ সময় রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য, মেলা কমিটির সদস্য সচিব আবদুর রউফ, ইপিবির পরিচালক মো. জাহাঙ্গীরসহ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে গতকাল ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ১৯তম দিন। গতকাল দুপুরে মেলা প্রাঙ্গণে ঢোকার আগে দেখা গেছে টিকেট কাউন্টারের সামনে অসংখ্য ক্রেতা-দর্শনার্থীর ভিড়। মেলা সংশ্লিষ্টরা জানিয়েছেন, মেলার বাকি দিনগুলোতে লোক সমাগম আরো বাড়বে। শুক্র-শনি গত দুদিন সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় লাখ লাখ ক্রেতা-দর্শনার্থীর সমাগম ঘটেছিল। গতকালও স্টলে স্টলে দেখা গেছে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। সবাই ঘুরে ঘুরে কিনছেন পছন্দের পণ্য। মেলার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্টলে মূল্য ছাড়ের পরিমাণও বাড়ছে। . খাবার দোকানগুলোয় সামনে রয়েছে উপচে পড়া ভিড়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App