×

জাতীয়

দলীয় পরিচয় পুলিশের কাছে মুখ্য নয়: সিএমপি কমিশনার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০১৯, ০৮:২৭ পিএম

দলীয় পরিচয় পুলিশের কাছে মুখ্য নয়: সিএমপি কমিশনার

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান বলেছেন, ‘নতুন সরকার হবে অনেক অনেক অ্যাডভান্সড। কারো দলীয় পরিচয় পুলিশের কাছে মুখ্য নয়। গত ১০ বছরের মতো সামনের ৫ বছর হবে। তবে এ পাঁচ বছর গত ১০ বছরের তুলনায় একটু ভিন্ন হবে। এটা আমাদের পুলিশের জন্য যেমন প্রযোজ্য। তেমনি সবার জন্য প্রযোজ্য।’

আজ সোমবার (২৮ জানুয়ারি) নগরীর পাঁচলাইশে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও আশপাশের এলাকায় ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সিএমপি কমিশনার বলেন, ‘আমি সবাইকে হুঁশিয়ার করে বলতে চাই, দলীয় পরিচয় আমাদের কাছে মুখ্য নয়। আগামী ৫ বছর আমরা নিরপেক্ষ থাকব। অন্ততপক্ষে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিপক্ষে নিরপেক্ষ অবস্থান থাকবে। সাংবাদিক, জনপ্রতিনিধি, জনগণ, পুলিশ সবাই মিলে একটি সুন্দর সমাজ গঠন করতে চাই। এ জন্য প্রধানমন্ত্রীর যে উদ্যোগ, সেটিকে আপনারা সমর্থন করবেন। পুলিশের পাশে এসে দাঁড়াবেন।’

তিনি আরও বলেন, ‘আপনারা গত কয়েকদিনে দেখেছেন- সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড হলেই, সেটা যেই করুক, তিনি সরকারি পার্টি হোক আর বিরোধী পার্টি হোক, সবাই সমান ট্রিটমেন্ট পাচ্ছেন। সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের নিরপেক্ষ অবস্থান থাকবে।’

সিএমপি কমিশনার বলেন, ‘আপনারা মহানগর এলাকার প্রতিটি থানায় যাবেন। দেখবেন, বিভিন্ন বুথ সাজিয়ে, স্টল সাজিয়ে পুলিশ অফিসাররা সেবা দেয়ার জন্য উদগ্রিব হয়ে বসে আছেন। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে, আপনি সে স্টলে যাবেন। নিজের হাতে পূরণ করবেন আবেদন। আপনার পাসপোর্টের ভেরিফিকেশন কী পর্যায়ে আছে, আপনি নিজে বসে দেখবেন। মন চাইলে, কোনো সমস্যা হলে ওই বুথে বসে আপনি জিডি করবেন। সেখানে নারী ও শিশুর জন্য আলাদা ডেস্ক আছে, আলাদা অফিসার আছেন।’

তিনি বলেন, ‘এ সেবা দেয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা চাই, থানা হবে ভালো মানুষের আবাসস্থল। থানায় শুধু টাউট-বাটপার, পুলিশের দালাল, যাবে না। থানায় যাবেন বিজ্ঞজন, সুধীজন, জ্ঞানীজন। আমরা চাই শিক্ষিত লোক, জনপ্রতিনিধি, যাদের কোনো দুর্নাম নেই, যাদের কোনো বাজে রেকর্ড নেই- তারা থানায় যাবেন। এ উদ্দেশেই আমাদের সেবা সপ্তাহের প্রচারণা হয়েছে। আশা করি, সেবা সপ্তাহের প্রতিটি দিন আমরা যে শিক্ষা নেব, বছরের বাকি ৫১ সপ্তাহ সে আলোকে পথচলার চেষ্টা করব।’

সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, ‘ভালো মানুষ যেমন সমাজে আছে, পরিবারে আছে। তেমনি আমার পরিবারেও ভালো পুলিশ আছে। পাশাপাশি খারাপ পুলিশের সংখ্যাও কম নয়। আমরা চাই এ ধরনের পুলিশকে শনাক্ত করার জন্য। আপনারা থানায় যদি না যান, ভালো মানুষ যদি থানায় না যায়, তাহলে আমরা ভালো কথা শুনতে পারব না, ভালো উপদেশ পাব না। আমরা আশা করি, আপনারা থানায় আসবেন। থানার সেবা নেবেন। থানা ধন্য হবে।’

এর আগে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও আশপাশের এলাকায় লাগানো ১৬টি সিসিটিভি ক্যামেরা উদ্বোধন করা হয়ে। এসব ক্যামেরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি থেকে মনিটরিং করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দিন, শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদ আলম, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App