×

বিনোদন

ঢাবিতে শাস্ত্রীয় সঙ্গীত উৎসব শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০১৯, ১১:১৮ এএম

ঢাবিতে শাস্ত্রীয় সঙ্গীত উৎসব শুরু
সঙ্গীত বিভাগের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ২ দিনব্যাপী শাস্ত্রীয় সঙ্গীত উৎসব। গতকাল রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে এই উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। সঙ্গীত বিভাগের আয়োজনে এবারই প্রথম সঙ্গীত উৎসবের বিষয় ‘শাস্ত্রীয় সঙ্গীত’ নির্ধারণ করা হয়েছে। গতকাল প্রথম দিনে অনুষ্ঠানের শুরুতে সঙ্গীত বিভাগের প্রায় তিনশ শিক্ষার্থী উদ্বোধনী সঙ্গীত অংশ নেন। এরপর সঙ্গীত পরিবেশন করেন ভারতের শুভায়ু সেন মজুমদার, শ্রীলঙ্কার চিন্তক প্রগীত মেড্ডেগোডাসহ বাংলাদেশের স্বর্ণময় চক্রবর্তী, অসিত রায়, ফিরোজ খান, অসিত দে, মোহাম্মদ শোয়েব ও ড. ঋতুপর্ণা চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সঙ্গীত বিভাগের চেয়ারপারসন টুম্পা সমদ্দার। ড. আখতারুজ্জামান বলেন, সঙ্গীত শাস্ত্রের প্রায় দুই হাজার বছর পুরনো এই চর্চা মূলত মন্দিরে মন্দিরে পরিবেশিত শ্লোক থেকেই সৃষ্টি হয়েছে। বর্তমানের সঙ্গীত শিক্ষার্থীরা প্রাচীন ও সমৃদ্ধতম এই ধারার অনুশীলনের মাধ্যমে সঙ্গীতের এই ধারাকে আরো বেগবান ও নিজ প্রজন্মকে আরো সংস্কৃতিবান হিসেবে গড়ে তুলবে। তিনি বলেন, সঙ্গীতের সুর যখন প্রাণের একতারার একমাত্র তারে টোকা দেয় সেই মিলনে প্রাণের সব কালো দূরীভ‚ত হয়। তাই সঙ্গীত শিক্ষা ও তার চর্চার মাধ্যমে সঙ্গীত বিভাগ যে উদার, অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চেতনার বীজ শিক্ষার্থীদের মাঝে বপন করে চলেছে সেই ধারা আরো বেগবান করবে এই প্রত্যাশা করছি। অনুষ্ঠানের দ্বিতীয় দিন আজ সঙ্গীত পরিবেশন করবেন সঙ্গীত বিভাগের শিক্ষক, ভারত ও শ্রীলঙ্কা থেকে আগত শিল্পী এবং সঙ্গীত বিভাগের শিক্ষার্থীরা। ঢাবিতে আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব শুরু : ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে চারদিনব্যাপী ‘ঢাকা আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে এই আলোকচিত্র উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (ডিইউপিএস) ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও ইউএস-বাংলা এয়ারলাইনসের যৌথ সহযোগিতায় প্রথমবারের মতো এই উৎসবের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য আখতারুজ্জামান বলেন, আলোকচিত্র শিল্প বর্তমানে তরুণদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশে এই শিল্পের চর্চা বৃদ্ধির লক্ষ্যে ডিইউপিএস প্রতিবছর নিয়মিতভাবে জাতীয় ও বার্ষিক আলোকচিত্র উৎসবের আয়োজন করে আসছে। আলোকচিত্রে অংশ নেয়া শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, লেখাপড়ার পাশাপাশি ছবি তোলা শিক্ষার্থীদের এক ধরনের সৃজনশীল কাজ। দক্ষতা ও সুন্দর মন থাকলেই কেবল ছবি তোলা সম্ভব। উল্লেখ্য, এই আলোকচিত্র উৎসব আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। উৎসব চলবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র, চারুকলা অনুষদ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৫ ও ৬নং গ্যালারিতে। আলোকচিত্র উৎসবে একক ক্যাটাগরি ও পোর্টফলিও ক্যাটাগরিতে বাংলাদেশসহ বিশ্বের ৭টি দেশের আলোকচিত্রীদের ১৪৫টি একক আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। স্থান পেয়েছে ১৬টি ফটো স্টোরি। এ ছাড়াও ডিইউপিএসের ১২তম বার্ষিক আলোকচিত্র প্রদর্শনীর জন্য নির্বাচিত আলোকচিত্রগুলো প্রদর্শিত হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App