×

তথ্যপ্রযুক্তি

গুগল সবার সহায়তা নিচ্ছে স্বয়ংক্রিয় গাড়ি তৈরিতে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০১৯, ০৫:০৬ পিএম

গুগল সবার সহায়তা নিচ্ছে স্বয়ংক্রিয় গাড়ি তৈরিতে
প্রায় সব ওয়েবসাইটেই কোনো ট্রানজেকশন বা গোপনীয় তথ্য আদান-প্রদানের সময় একটি ক্যাপচা পূরণ করতে হয়। আপনি যে কম্পিউটার নন, বরং রক্ত-মাংসের মানুষ, তা প্রমাণ করার জন্যই এই ক্যাপচার ব্যবহার। এর মধ্যে অনেক ওয়েবসাইট গুগলের ক্যাপচা সার্ভিস ব্যবহার করে। প্রতিবার ইন্টারনেটে গুগলের ক্যাপচা পূরণ করার সময় আপনি গুগলের ড্রাইভারবিহীন স্বয়ংক্রিয় গাড়ি তৈরির প্রযুক্তি তৈরিতে সাহায্য করছেন। অন্য ক্যাপচাতে বিভিন্ন অক্ষর দেখে লিখতে হলেও গুগলের ক্যাপচা সম্পূর্ণ আলাদা। গুগলের ক্যাপচা পূরণের সময় একঝাঁক ছবির মধ্য থেকে নির্দিষ্ট কিছু ছবি বাছাই করতে হয়। সেখানে সব সময় রাস্তার বিভিন্ন ছবি দেয়া থাকে, সেই ছবির ঝাঁক থেকে কখনো ট্রাফিক সিগন্যাল বাছতে হয় তো, কখনো বাছতে হয় গাড়ি, বাড়ি অথবা মানুষ। এভাবে কয়েক কোটি তথ্যের মাধ্যমে গুগল নিয়ে সার্ভারের অ্যালগারিদম তৈরি করছে। আপনার দেয়া সেই তথ্য গুগল সার্ভারে পৌঁছে তা ড্রাইভারবিহীন স্বয়ংক্রিয় গাড়ি তৈরিতে সাহায্য করছে। এই কোটি কোটি তথ্য কম্পিউটার ব্যবহার করে বিশ্লেষণ করে পরে রাস্তায় সুরক্ষিতভাবে গাড়ি চালাতে ব্যবহার করবে গুগল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App