×

অর্থনীতি

উভয় শেয়ারবাজারে সূচকের পতন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০১৯, ০৭:৪২ পিএম

উভয় শেয়ারবাজারে সূচকের পতন

আজকের ডিএসই প্রধান সূচক

উভয় শেয়ারবাজারে সূচকের পতন

আজকের সিএসই প্রধান সূচক

আজ সোমবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের কার্যদিবসের তুলনায় সূচক কমেছে ১০.৫৬ পয়েন্ট বা ০.১৮ শতাংশ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৪০.৬৪ পয়েন্ট বা ০.৩৭ শতাংশ।

ডিএসই’তে আজ সারাদিনে ডিএসই’তে মোট ২৭ কোটি ৬৪ লাখ ২ হাজার ৯২৭টি শেয়ার মোট ২ লাখ ৫০৬ বার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ১ হাজার ৯ কোটি ৫৪ লাখ ৮৪ হাজার টাকা। একই দিনে ডিএসই’তে লেনদেন হওয়া ৩৪৫ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ২১৩টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২৭টির।

[caption id="attachment_115523" align="alignright" width="365"] আজকের ডিএসই প্রধান সূচক[/caption]

এর আগের কার্যদিবসে ডিএসই’তে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ১৯৮ কোটি ৫৭ লাখ ২৬ হাজার টাকা। সেই হিসেবে আজ লেনদেন কমেছে ১৮৯ কোটি ২ লাখ ৪২ হাজার টাকা বা ১৫.৭৭ শতাংশ।

আজ ডিএসই’র মূল সূচক আগের দিনের তুলনায় ৩৫.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৯০৪ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ৭.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩২৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০৪৬.৭৭ পয়েন্টে।

আগের কার্যদিবসে ডিএসই’র মূল সূচক আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট কমে অবস্থান করছিল ৫৯৩৯ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ০.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ১৩২২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছিল ২০৪৩ পয়েন্টে। একই দিনে লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৬২টির, কমেছিল ১৫৯টির এবং অপরিবর্তিত ছিল ২৬টির দর।

[caption id="attachment_115524" align="alignleft" width="378"] আজকের সিএসই প্রধান সূচক[/caption]

অন্যদিকে, সিএসই’তে মোট ১ কোটি ৪৬ লাখ ৪৮ হাজার ৮০৪টি শেয়ার মোট ১৪ হাজার ৬৬৭ বার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ৩৮ কোটি ৮৬ লাখ ৫ হাজার ২৮৩ টাকা। একই দিনে সিএসই’তে লেনদেন হওয়া ২৭৯ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তীত রয়েছে ২২টির দর।

মূল সূচক আগের দিনের তুলনায় ৪০.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১০৯৬৭.৬৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ০.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩২৬.৭৯ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৪২.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫৭৯৬.৯৪ পয়েন্টে।

এর আগের কার্যদিবসে সিএসই’র মূল সূচক তার আগের দিনের তুলনায় ২৮ পয়েন্ট কমে অবস্থান করছিল ১১০৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১০.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছিল ১৩২৭.৪২ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২০.৫১ পয়েন্ট কমে অবস্থান করছিল ১৫৭৫৪.২৮ পয়েন্টে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App