×

জাতীয়

শ্রেণিকক্ষে শিক্ষা নিশ্চিত করা হবে: দুদক চেয়ারম্যান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০১৯, ০৩:৩০ পিএম

শ্রেণিকক্ষে শিক্ষা নিশ্চিত করা হবে: দুদক চেয়ারম্যান
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, যে কোনো মূল্যে শ্রেণিকক্ষে শিক্ষা নিশ্চিত করা হবে। প্রয়োজনে দুদক দণ্ড বিধির ১৬৬ ধারা প্রয়োগ করবে। তারপরও ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতিসাধন করবেন বা করার চেষ্টা করবেন এমন কাউকেই ছাড় দেওয়া হবে না। রবিবার চট্টগ্রামের কাট্টলী নুুরুল হক চৌধুরী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এই চিত্র দেখতে পান দুদক প্রধান। তার কাছে খবর আসে, চট্টগ্রাম নগরীর অধিকাংশ স্কুলে শিক্ষকরা অনিয়মিত। এরপর তিনি তথ্য যাচাই করতে যান। সকাল ৮.২৫ মিনিটে দুদক চেয়ারম্যান পৌঁছেন চট্টগ্রামে। সকাল সোয়া নয়টায় হাজির হন স্কুলটিতে। স্কুল সময়ে ছাত্র-ছাত্রী ও অভিবাবকদের স্কুলের বাইরে দেখে বিস্মিত হন। পরে জানতে পারেন, আটজন শিক্ষকের মধ্যে একমাত্র ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উপস্থিত, বাকিরা কেউ আসেননি। হঠাৎ দুদক চেয়ারম্যানকে পেয়ে অভিভাবকরা নানা অভিযোগও তুলে ধরেন। এ সময় তারা শিক্ষা কার্যক্রম নিয়েও হতাশার কথা জানান। এরপর দুদক চেয়ারম্যান যান নগরীর ভাটিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে । সেখানে গিয়ে দেখেন ১১ জন শিক্ষকের মধ্যে ২ জন অনুপস্থিত। এদের অনুপস্থিতির কারণ স্কুল কর্তৃপক্ষ দুদক চেয়ারম্যান জানাতে পারেননি। দুদক চেয়ারম্যান ছাত্র-ছাত্রীদের উপস্থিতি শিক্ষকদের উপস্থিতির খাতা পরীক্ষা করে দেখেন, গতকাল যে সব শিক্ষার্থী অনুপস্থিত ছিল তাদের অনেককেই উপস্থিত দেখানো হয়েছে। আবার বেলা ১০ টা পর্যন্ত ছাত্র-ছাত্রীদের রোল কল করা হয়নি। এ বিষয়েও স্কুল কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এরপর দুদক চেয়ারম্যান যান নগরীর শীতলপুর উচ্চ বিদ্যালয়ে। সেখানে তিনি জানতে পারেন, টেস্ট পরীক্ষায় ফেল করা কোনো শিক্ষার্থীকে এবার এসএসসি পরীক্ষায় সুযোগ (সেন্ট-আপ) দেয়নি স্কুল কর্তৃপক্ষ। এতে তিনি সন্তোষ প্রকাশ করেন। তবে নবম শ্রেণিতে এক বা একাধিক বিষয়ে ফেল করা ছাত্র-ছাত্রীদের দুই হাজার টাকার বিনিময়ে দশম শ্রেণিতে উত্তীর্ণ করার খবরে ক্ষোভও প্রকাশ করেন। বলেন, এটা অনৈতিক । শিক্ষাক্ষেত্রে অনৈতিকতার কোনো স্থান থাকতে পারে না। সম্প্রতি দুদক দেশের ১১টি সরকারি হাসপাতালে গিয়ে ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে দেখতে পায়নি। আর এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, কাজে না আসলে চিকিৎসকদের ওএসডি করার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App