×

জাতীয়

বাল্যবিয়ের আয়োজন করায় কনের দাদার কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০১৯, ০৬:১১ পিএম

চুয়াডাঙ্গা শহরতলীর মুন্সিপাড়ায় বাল্যবিয়ের আয়োজন করার দায়ে কনের দাদা রবিউল ইসলামকে (৫০) চারদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৭ জানুয়ারি) বিকেলে এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ওয়াশীমুল বারী। এসময় বাল্যবিয়ের সব আয়োজন পণ্ড করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোববার বিকেলে মুন্সিপাড়া এলাকার ফারুক মিয়ার মেয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী ফারাজানার বিয়ের আয়োজন চলছে। এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এসময় পরিবারের অন্য সদস্যরা পালিয়ে গেলেও কনের দাদা রবিউল ইসলামকে আটক করে পুলিশ। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে চারদিনের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াশীমুল বারী বলেন, বাল্যবিয়ে নিরোধ আইন-২০১৭ মোতাবেক তাকে এ কারাদণ্ডাদেশ হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App