×

খেলা

তামিম আশাবাদী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০১৯, ০৩:৫৭ পিএম

তামিম আশাবাদী

তামিম ইকবাল

আসন্ন নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের ওয়ানডে দলে সাব্বির রহমানের অন্তর্ভুক্তি নিয়ে চলছে আলোচনা, হচ্ছে বিতর্ক। অনেকেই বলছেন, শাস্তি কমিয়ে তাকে দলে নেয়াটা বাজে উদাহরণ। তবে টাইগারদের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল আশাবাদী, সাব্বির ভবিষ্যতে এমন কিছু করবেন না, যেটি নিয়ে আবার নতুন করে বিতর্ক তৈরি হয়। পাশাপাশি সাব্বিরের প্রতি শুভ কামনাও জানিয়েছেন তিনি। গতকাল শনিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলন শেষে তামিম বলেন, সাব্বিরের প্রতি আমার শুভ কামনা রইল। আশা করি, সে অতীতের ভুলের পুনরাবৃত্তি করবে না, ভিন্ন মানুষ হয়ে ফিরবে, মাঠের বাইরেও নিজেকে একজন পরিণত মানুষ হিসেবে প্রমাণ করবে। শুধু বাংলাদেশের পক্ষে খেলা নয়, মাঠের বাইরেও তার অনেক দায়িত্ব। অন্যদিকে তামিমের সঙ্গী সৌম্য সরকার বিপিএলে খেলারই সুযোগ পাচ্ছেন না। লিটন দাসের ব্যাটেও রান নেই তেমন। তবুও দুজনই আছেন নিউজিল্যান্ড সফরে। কিন্তু ওয়ানডে আর টেস্ট দলে জায়গা পাননি ইমরুল কায়েস। জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের পক্ষে রেকর্ড গড়েও (৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ৩৪৯ রান) দলে জায়গা হয়নি তার। বিপিএলে ছন্দে না থাকা ইমরুলের বাদ পড়াকে দুর্ভাগ্যজনক বলছেন তামিম, এটা দুর্ভাগ্যজনক যে একটা সিরিজে সাড়ে তিনশ’ রান করলেও সে দলে নেই। তবে এটা মেনে নিতে হবে। অনেক সময় ব্যাটিং পজিশন আর দলের কম্বিনেশনের কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়। তামিমের বিশ্বাস , বিপিএলে খেলার অভিজ্ঞতা নিউজিল্যান্ড সফরে কাজে আসবে, বিপিএলে তাসকিন উইকেট পাচ্ছে, মুশফিক রান করছে। বিপিএলের পারফরমেন্স নিউজিল্যান্ডে অবশ্যই তাদের আত্মবিশ্বাস দেবে। পারফরমেন্সই একজন খেলোয়াড়কে যে কোনো জায়গায় আত্মবিশ্বাসী করে তোলে। আপনি কোন সংস্করণে খেলছেন, এটা গুরুত্বপূর্ণ নয়, আপনি যদি ভালো ব্যাটিং-বোলিং করেন, তবে আপনাকে অবশ্যই সেটি আত্মবিশ্বাস জোগাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App