×

অর্থনীতি

ডিএসই’তে ১৬ মাসের সর্বোচ্চ লেনদেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০১৯, ১০:০৪ পিএম

আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। আজ সারাদিনে ডিএসইতে লেনদেন হয়েছে মোট ১ হাজার ১৯৮ কোটি ৫৭ লাখ ২৬ হাজার টাকা। এর আগে ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ৫০৮ কোটি টাকা।

আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষ হয়েছে সূচকের পতনে। এদিন লেনদেনের শুরুতে সূচক উত্থানে থাকলেও ৩০ মিনিট পর ব্যাংক খাতের সেল প্রেসারে টানা পড়তে থাকে সূচক। রোববার লেনদেন শেষে সূচক কিছুটা কমলেও বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেশি। আজ ডিএসইতে মোট লেনদেনের পরিমান ১ হাজার ১৯৮ কোটি ৫৭ লাখ ২৬ হাজার টাকা।

আজ ডিএসই’র মূল সূচক আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৯৩৯ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ০.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩২২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৪৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬২টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।

এর আগের কার্যদিবসে ডিএসই’র মূল সূচক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ৫৯৫০ পয়েন্টে, ডিএসই শরিয়াহ সূচক ০.১৭ পয়েন্ট কমে অবস্থান করছিল ১৩২১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছিল ২০৪৯ পয়েন্টে।  ওইদিন ডিএসই’তে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৩৭ কোটি ৫৭ লাখ ১১ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসই’তে লেনদেন বেড়েছে ১৬১ কোটি ১৫ হাজার টাকা।

অন্যদিকে, সিএসই’র মূল সূচক আগের দিনের তুলনায় ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১১০৮ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১০.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩২৭.৪২ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ২০.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫৭৫৪.২৮ পয়েন্টে।

আজ সিএসই’তে লেনদেন হওয়া ২৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

আজ সারাদিনে সিএসই’তে মোট ২ কোটি ৯ লাখ ৭৮ হাজার ২১৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড মোট ১৮ হাজার ৩৭ বার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ৫৩ কোটি ৭৯ হাজার ৯৮৬ টাকা। লেনদেন শেষে সিএসই’র বাজার মূলধন দাড়িয়েছে ৩ লাখ ৪৮ হাজার ৮৪৬ কোটি ৮ লাখ ৩৫ হাজার ৪৬৮ টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App