×

অর্থনীতি

ক্লান্তি তাড়াতে শিশুপার্কে দর্শনার্থীদের ভিড়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০১৯, ০১:১৯ পিএম

ক্লান্তি তাড়াতে শিশুপার্কে দর্শনার্থীদের ভিড়
রাজধানীর শেরেবাংলা নগরে চলমান আন্তর্জাতিক বাণিজ্যমেলায় আগত বিভিন্ন বয়সের শিশু, নারী-পুরুষদের ক্লান্তি তাড়াতে ও বিনোদন দিতে স্থাপন করা হয়েছে শিশুপার্ক-১ ও শিশুপার্ক-২। শিশুপার্ক দুটোতে বসানো হয়েছে বিভিন্ন ধরনের রাইড। এদের মধ্যে কিছু রাইড শুধু শিশুদের জন্য এবং কিছু রাইড রয়েছে শিশু ও বড়দের জন্য। এসব রাইডের মধ্যে রয়েছে ম্যাজিক বোট, ওয়ান্ডার হুইল, হানি সুইং, ট্রেন, কিডস রাইডস, ৯ডি মুভি, নাগরদোলা, টুইস্ট্যাস্ট হেলিকপ্টার ইত্যাদি। বাণিজ্যমেলায় কেনাকাটার পাশাপাশি বিনোদন দিতেই মূলত এসব ব্যবস্থা। রাইডে ওঠার জন্য কাটতে হবে আলাদা আলাদা টিকেট, রয়েছে টিকেট কাউন্টার। যদিও টিকেটের দামের ব্যাপারে কিছুটা অসন্তোষ দেখা গেছে মানুষের মধ্যে। শিশুপার্ক দুটোতে টিকেটের দামের ভিন্নতা রয়েছে। শিশুপার্ক-২ এ ম্যাজিক বোটের টিকেটের দাম ৫০ টাকা অথচ শিশুপার্ক-১ এ দাম ৪০ টাকা। এ ছাড়া শিশুপার্ক-২ এ ওয়ান্ডার হুইলের টিকেটের দাম ৬০ টাকা, হানি সুইংয়ের টিকেটের দাম ৫০ টাকা, ট্রেন ৫০, কিডস রাইডস ৪০ এবং ৯ডি মুভি টিকেটের দাম ১০০ টাকা। অন্যদিকে শিশুপার্ক-১ এ হানি সুইংয়ের টিকেটের দাম ৪০, নাগর দোলা ৪০, টুইস্ট্যাস্ট ৪০, ট্রেন ৪০ এবং হেলিকপ্টারের টিকেটের দাম ৪০ টাকা। গতকাল শনিবার সাপ্তাহিক ছুটির দ্বিতীয় দিন শিশুপার্ক দুটোতে দেখা গেছে অসংখ্য দর্শনার্থীদের ভিড়। রীতিমতো হুড়ো-হুড়ি অবস্থা। ভিআইপি গেট দিয়ে ঢুকে একটু বাঁ-দিকে এগোলেই দেখা মিলবে শিশুপার্ক-২। এখানে শিশুদের পাশাপাশি বড়রাও টিকেট কেটে অপেক্ষা করছে বিভিন্ন রাইডে ওঠার জন্য। প্রতিটি রাইডে ওঠার জন্য মানুষ অপেক্ষমাণ থাকলেও সবচেয়ে বেশি আকর্ষণ ম্যাজিক বোট এবং হানি সুইংয়ের প্রতি। শিশুপার্কে কথা হয় রাজধানীর মিরপুর থেকে ছেলেমেয়েসহ মেলায় আসা নাদিরা সুলতানার সঙ্গে। তিনি জানান, শিশুপার্কের রাইডগুলো মন্দ না হলেও টিকেটের দাম একটু বেশি। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় লোকসমাগমও অনেক বেশি। এ জন্য অব্যবস্থপনাও চোখে পড়ার মতো। এ ব্যাপারে জানতে চাইলে শিশুপার্ক-২ এর পরিচালনার দায়িত্বে থাকা সারিকা ফ্যান্টাসি পার্কের স্বত্বাধিকারী মাহাবুবুর রহমান পলাশ ভোরের কাগজকে বলেন, শিশুসহ বড়দের বিনোদন দেয়া আমাদের মূল উদ্দেশ্য। আমাদের এখানে শিশুদের জন্য ৪টি এবং বড়দের জন্য ৫টি রাইড রয়েছে। সবচেয়ে বেশি আকর্ষণ ম্যাজিক বোট, নাগরদোলা এবং ৯ডি মুভির প্রতি। টিকেটের দামের ব্যাপারে জানতে চাইলে বলেন, শিশুপার্ক-১ এর চেয়ে আমাদের জায়গা কম অথচ দাম বেশি। পাশাপাশি রাইডগুলোর মধ্যে রয়েছে ভিন্নতা। তিনি আরো জানান, আমরা প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুদের জন্য সম্পূর্ণ ফ্রি রাইডে ওঠার ব্যবস্থা করেছি। তাদের জন্য রয়েছে ফ্রি গিফটের ব্যবস্থাও। শিশুপার্ক-১ দেখা গেছে একই চিত্র। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় অন্য দিনের তুলনায় ভিড় অনেক বেশি। শিশুপার্ক-১ এর দায়িত্বে থাকা মেসার্স অন্তরা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবু জাফর রিফাত জানান, আমাদের এখানে ৭টি রাইড রয়েছে। ছুটির দিনে শিশুপার্কে উপচে পড়া ভিড় থাকে। মেলার শুরুতে তেমন সাড়া না মিললেও এখন তা বাড়বে বলে আশা করছি। আমাদেরও মূল উদ্দেশ্য মানুষের বিনোদন দেয়া। এখানে রাইডগুলো সব ভাড়ায় এনেছি, মেলা শেষে ফেরত দিব। গতকাল ছিল মেলার ১৮তম দিন। ইতোমধ্যে ক্রেতা-দর্শনার্থীর খরা কেটে গেছে। জমজমাট হয়ে ওঠেছে মেলা প্রাঙ্গণ। মেলা সূত্র জানিয়েছে প্রথম ১৭ দিনেই ১০ লাখ ছাড়িয়েছে মেলার দর্শনার্থীর সংখ্যা। মেলা সূত্রে আরো জানা গেছে, এবারের মেলায় এখন পর্যন্ত গত শুক্রবার সব থেকে বেশি ১ লাখ ৪০ হাজারের মতো টিকেট বিক্রি হয়েছে। যদিও গতবারের তুলনায় এবার দর্শনার্থী কিছুটা কম। তবে মেলার বাকি দিনগুলোতে ক্রেতা-দর্শনার্থী আরো বাড়বে। মেলার গেটে দায়িত্ব পালন করা এক কর্মী জানান, এবার মেলায় দর্শনার্থীর হার বেশ ভালো। গত শুক্রবার প্রায় দুই লাখ দর্শনার্থী মেলায় প্রবেশ করেছে। উল্লেখ্য, এবারের বাণিজ্যমেলায় বিশ্বের ২২টি দেশের ৫২টি প্রতিষ্ঠান এবার মেলায় অংশ নিয়েছে। প্রত্যেকের রয়েছে আলাদা আলাদা স্টল। গত ৯ জানুয়ারি শুরু হওয়া মেলা শেষ হবে আগামী ৮ ফেব্রুয়ারি। মেলা চলছে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App