×

বিনোদন

আলোচিত শর্টফিল্মের কথা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০১৯, ০৪:৩০ পিএম

আলোচিত শর্টফিল্মের কথা
ভালোবাসা ভাড়া হবে আইফ্লিক্সের জন্য অমিতাভ রেজা চৌধুরীর শর্টফিল্ম ‘ভালোবাসা ভাড়া হবে’ মাত্র ১৮ মিনিটের ফিল্ম। ১৮ মিনিটের শেষ প্রান্তে এমন একটা মোচ রয়েছে যা দেখে দর্শক কাঁদবেন নাকি হাহাকার করবেন তা ভাবতে ভাবতেই ফিল্ম শেষ। আজ আমার পালা চলন্ত বাসে নারীদের যৌন হয়রানির গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘আজ আমার পালা’। তবে এটি কোনো সমাজ সচেতনতামূলক ভিডিও নয়। পরিচালনা করেছেন ভিকি জাহেদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া, মনোজ কুমার, নাসির উদ্দিন খানসহ অনেকে। এটি প্রযোজনা করেছে ধ্রুব এন্টারটেইনমেন্ট। ব্রা-দার পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ। এতে আফরান নিশো ছাড়াও অভিনয় করেছেন সামিয়া অথৈ, গোলাম রাব্বানী মিন্টু, সাহেদ আলি, সিয়াম নাসির প্রমুখ। ‘ব্রা-দার’ একজন অন্তর্বাস বিক্রেতার গল্প। আইফ্লিক্সের প্রযোজনায় নির্মিত ‘ব্রা-দার’ গত ২২ নভেম্বর তাদের স্ট্রিমিং ওয়েবসাইটে মুক্তি পায়। কে? আশফাক নিপুণের ১৩ মিনিটের এই শর্টফিল্মের কাহিনীতে দেখা যায় বিবাহিত একটা মেয়ের বাচ্চা হচ্ছে না। এ নিয়ে তার শাশুড়ি বিভিন্ন টেনশনে পড়েন। বিভিন্ন পানি পড়া খাওয়ান। গল্পের প্রথম আর শেষ দৃশ্যে একটা খটকা থাকে। সেটা দেখতেই এই ১৩ মিনিটের ফিল্মটা আপনাকে দেখতে হবে। আউটসোর্সিং ও ভালবাসার গল্প মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত শর্টফিল্ম ‘আউটসোর্সিং ও ভালবাসার গল্প’। এর প্রধান চরিত্র মাহাবুব। মাহাবুব চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও রাইসা চরিত্রে তানজিন তিশা। ৭০০ টাকা ‘৭০০ টাকা’ বানিয়েছেন নুহাশ হুমায়ূন। ২০ মিনিটের এই শর্টফিল্মটি মুক্তি পায় মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির ভিডিও দেখার অ্যাপস আইফ্লিক্সে। ফিল্মের প্রধান দুই অভিনয়শিল্পী প্রীতম হাসান ও সাবিলা নূর। চোর মাবরুর রশীদ বান্নাহ পরিচালিত ২১ মিনিটের শর্টফিল্ম ‘চোর’ প্রচার হয়েছে আইফ্লিক্সে। চোরের চরিত্রটি ফুটিয়ে তুলেছেন আফরান নিশো। মেলা প্রতিবেদক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App