×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অচলাবস্থার সাময়িক অবসান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০১৯, ০৩:১৩ পিএম

যুক্তরাষ্ট্রে অচলাবস্থার সাময়িক অবসান
মার্কিন যুক্তরাষ্ট্রে চলা টানা ৩৫ দিনের অচলাবস্থার সাময়িক অবসান হয়েছে। যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য বরাদ্দ না পেলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার কেন্দ্রীয় সরকার সাময়িকভাবে চালু করতে রাজি হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার ট্রাম্প আগামী তিন সপ্তাহের জন্য সরকার চালু করার বিলে সম্মতি দেন। এই বিলে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি কার্যক্রমে অর্থায়ন নিশ্চিত হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম অচলাবস্থার সাময়িক অবসান হয়। শুক্রবার দুপুরে হোয়াইট হাউজের গোলাপ বাগানে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প বলেন, আগামী তিন সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বিষয়ে কংগ্রেস যদি কোনও যথাযথ চুক্তিতে না পৌঁছায় তাহলে ১৫ ফেব্রুয়ারি থেকে সরকার আবারও অচলাবস্থায় পড়বে। ট্রাম্পের স্বাক্ষরের পর সরকারের অচলাবস্থা নিরসনে অস্থায়ী বিলটি কংগ্রেসের নিম্নকক্ষ এবং উচ্চকক্ষে কণ্ঠভোটে পাস হয়। এই অচলাবস্থার নিরসনের ফলে ফেডারেল সরকারের ৮ লাখ কর্মকর্তারা এখন বেতন পাবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App