×

বিনোদন

বুলবুল নামের একবুক আবেগের কথা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০১৯, ০৩:২২ পিএম

বুলবুল নামের একবুক আবেগের কথা
প্রখ্যাত সুরস্রষ্টা আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে শোবিজ অঙ্গনে নামে শোকের ছায়া। অনেকেই স্মৃতিচারণ করে চোখ ভেজান। আরেক প্রখ্যাত গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান। তিনিও আহমেদ ইমতিয়াজ বুলবুলকে নিয়ে স্মৃতিচারণ করেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে। রফিকউজ্জামান লেখেন- ‘সব কথা লেখা যায় না। কি লিখবো? কার কথা লিখবো? বুলবুল, আহমেদ ইমতিয়াজ বুলবুল, তরুণ একটি ছেলে, একটি গীটার হাতে বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসে আমার রুমে এলো। সেই বুলবুলের কথা? ‘ সেই রেললাইনের ধারে’ গানের কবিতাটির প্রেক্ষাপট শুনেই কেঁদে ফেললো যে সুরস্রষ্টা, সেই বুলবুলের কথা? যে বুলবুল একসময় নিজে উদ্যোগি হয়ে আমার মেয়েদের জন্মদিনের সব আয়োজন করতো, সেই বুলবুলের কথা? ‘সৎ ভাই’ ছবির সংগীত পরিচালনার জন্যে যে বুলবুলকে, নায়করাজ রাজ্জাকের বাসায় নিয়ে গিয়েছিলাম, সেই বুলবুলের কথা? না কি বুলবুল নামের একবুক আবেগের কথা? তরুণ মুক্তিযোদ্ধা বুলবুল যে বয়সে যুদ্ধে গিয়েছিলো, তার দেশের জন্যে আবেগ কি কল্পনা করা যায়? যুদ্ধজয়ী হয়ে ফিরেছিলো বুলবুল। আমার নিজের ছোট ভাই, মুক্তিযুদ্ধে গিয়ে আর ফিরে আসেনি। মায়ের পথ চেয়ে থাকার কথা বলতে গিয়ে আমিও কেঁদেছিলাম, বুলবুলও কেঁদেছিলো। এতোদিন পরে আমার আর একটি ছোট ভাই কি-জানি কোন যুদ্ধে গেলো? আর ফিরে আসবে না। আজ শুধু আমি কাঁদছি। না মৃত্যু বলবো না আমি। ‘বুলবুল’দের মৃত্যু নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App