×

অর্থনীতি

ছুটির দিনে বাণিজ্যমেলায় ক্রেতা-দর্শণার্থীর ভিড়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০১৯, ০৪:৫৮ পিএম

ছুটির দিনে বাণিজ্যমেলায় ক্রেতা-দর্শণার্থীর ভিড়
দেশের বাণিজ্য খাতের বড় আয়োজন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ১৭তম দিনটি ছিল গতকাল শুক্রবার। দেখতে মেলা শেষ দিকে চলে আসছে। আরো দুসপ্তাহেরও কম সময়ের মধ্যে এই আসরটির অবসান হবে। তাই বাণিজ্যমেলা ঘিরে সাধারণ ক্রেতা-দর্শনাথীর আগ্রহ বাড়ছে। গতকাল দিনটি সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে মেলা শুরুর পর থেকে বাড়তে থাকে মানুষের সমাগম। দুপুরের পর পরই মেলা যেন জনসমুদ্রে পরিণত হয়। মেলা আশপাশের এলাকা ছিল ভিড়ে ঠাসা। গতকাল মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, বাণিজ্যমেলার ট্রাফিক নিয়ন্ত্রণ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পশ্চিম ট্রাফিক বিভাগ। গতকাল মেলা প্রাঙ্গণে দায়িত্বরত ট্রাফিক কর্মকর্তারা জানান, মেলা ১০টা থেকে শুরু হলেও সকাল ৯টা থেকেই গাড়ির চাপ বাড়ছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় এই অবস্থা। এদিকে, বেলা ১১টার পর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পার্শ্ববর্তী চন্দ্রিমা উদ্যানের ফুটপাত থেকেই সারিবদ্ধভাবে দর্শনার্থীদের আসতে দেখা যায়। মেলা প্রাঙ্গণ আরো লোকে ঠাসা। সেখানে যানজট লেগেই আছে। এ কারণে মেলার মূল ফটক পর্যন্ত না গিয়েই অনেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনেই নেমে যাচ্ছেন। দর্শনার্থীরা বলছেন, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় তারা পরিবার নিয়ে মেলায় এসেছেন। সপ্তাহের কর্মদিবসে এই সুযোগ হয় না। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদেরও মেলায় উপস্থিতি লক্ষণীয়। ক্রেতা-দর্শনার্থীদের পদচারণার সঙ্গে বিক্রি বৃদ্ধি পাওয়ায় তৃতীয় সপ্তাহে এসে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। অন্যদিকে মেলায় ক্রেতা-দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে খুশি বিক্রেতা। তারা জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দর্শনার্থী বাড়ে। এজন্য পূর্ব অভিজ্ঞতায় তারা আগে থেকেই প্রস্তুতি নিয়েছেন। সপ্তাহের অন্য দিনগুলোতে দর্শনার্থী থাকলেও বিক্রি থাকে না। তবে ছুটির দিনে তাদের বেচাকেনা অন্যদিনের তুলনায় কয়েকগুণ বাড়ে। এ ছাড়া এক শ্রেণির সুযোগ সন্ধানী ক্রেতার বিষয়ে তারা সিসি ক্যামেরাসহ বিভিন্ন পদক্ষেপ নিলেও তার কোনো সুফল মেলে না বলে অভিযোগ করেন বিক্রেতারা। একটি ওষুধ কোম্পানিতে কর্মরত উত্তরা থেকে পরিবার নিয়ে মেলায় এসেছেন হাসান। তিনি বলেন, চাকরিজীবী হওয়ায় সপ্তাহের অন্য দিনগুলোতে কাজের কারণে ইচ্ছা থাকলেও আসতে পারি না। ছুটির দিন হওয়ায় কেনাকাটা করতে এসেছি। সাধারণত পরিবার নিয়ে সবসময় বের হওয়া হয় না। বাণিজ্যমেলার জন্য মেলায় এসেছি। এজন্য অফিস থেকে অতিরিক্ত দুদিনের ছুটিও নিয়েছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে বন্ধুদের সঙ্গে মেলায় এসেছেন আমিন আলি। তিনি বলেন, পড়াশোনা নিয়ে বেশির ভাগ সময় ব্যস্ত থাকতে হয়। তাই ছুটির দিনে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে ও কিছু প্রয়োজনীয় পণ্য কিনতে মেলায় আসা। কারণ মেলা উপলক্ষে বিভিন্ন পণ্যে ছাড় পাওয়ার পাশাপাশি মানসম্মত পণ্যের নিশ্চয়তা ও বিদেশি পণ্য পাওয়া যায় এখানে। ৫৬ নং প্যাভেলিয়নের অপরূপা গিফট হাউজের ম্যানেজার শেখ নয়ন ভোরের কাগজকে বলেন, মেলার তৃতীয় সপ্তাহে এসে বেচাকেনাসহ বেড়েছে দর্শনার্থী। সপ্তাহের অন্য দিনগুলোতে দর্শনার্থী থাকলেও বিক্রি থাকে না। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় দর্শনার্থীর সঙ্গে বিক্রিও বেড়েছে। গত তিন বছর ধরে মেলায় অংশ নেন তারা। এ বছর ক্রেতাদের আগ্রহ মেয়েদের কুর্তি আর গাউনের প্রতি। প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি শুরু হওয়া মাসব্যাপী এ মেলার পর্দা নামবে আগামী ৮ ফেব্রæয়ারি। মেলার গেট ও বিভিন্ন স্টল প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকছে। প্রাপ্তবয়স্কদের প্রবেশের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা। এবারই প্রথম মেলার টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App