×

আন্তর্জাতিক

আলোচিত সেই দুই বাংলাদেশী আমেরিকান পুলিশ অফিসারকে সম্মাননা জানালো নিউইয়র্কস্থ কনস্যুলেট জেনারেল

Icon

শামীম আহমেদ

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০১৯, ১১:০৮ এএম

আলোচিত সেই দুই বাংলাদেশী আমেরিকান পুলিশ অফিসারকে সম্মাননা জানালো নিউইয়র্কস্থ কনস্যুলেট জেনারেল
আলোচিত সেই দুই বাংলাদেশী আমেরিকান পুলিশ অফিসারকে সম্মাননা জানালো নিউইয়র্কস্থ কনস্যুলেট জেনারেল
আলোচিত সেই দুই বাংলাদেশী আমেরিকান পুলিশ অফিসারকে সম্মাননা জানালো নিউইয়র্কস্থ কনস্যুলেট জেনারেল
বাংলাদেশের গর্ব নিউইয়র্ক সিটি পুলিশে (এনওয়াইপি) কর্মরত আলোচিত সেই দুই কর্মকর্তাকে বিশেষ সম্মাননা জানালো নিউইয়র্কস্থ বাংলাদেশের কনস্যুলেট জেনারেল অফিস। আজ শুক্রবার বিকেলে নর্দান ব্লুবার্ডের কনস্যুলেট অফিসে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন ও নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা ক্যাপ্টেন খন্দকার আবদুল্লাহ এবং অফিসার সাঈদ আলীর হাতে বিশেষ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন। এ সময় নিউইয়র্ক সিটি পুলিশের ডেপুটি চীফ চার্লস সোর্লস, এনওয়াইপিডিতে কর্মরত অন্যান্য বাংলাদেশী অফিসার এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কনস্যুলেট জেনারেলের ফাষ্ট সেক্রেটারি শামীম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশী আমেরিকান পুলিশ অফিসার এসোসিয়েশনের সাধারন সম্পাদক হুমায়ূন কবীর। নিউইয়র্ক পুলিশের ইতিহাসে একজন বাংলাদেশী আমেরিকান হিসেবে সর্বোচ্চ পদ (ক্যাপ্টেন) পাওয়ায় খন্দকার আবদুল্লাহ এবং পাতাল রেল স্টেশনে জীবনের ঝুকি নিয়ে একদল দুস্কৃতিকারীর হাত থেকে এক নারীকে শ্লীলতাহানি থেকে বাচানোয় আলোচনায় আসেন বাংলাদেশী-আমেরিকান এই দুই অফিসার। এরই ধারাবহিকতায় তাদের জন্য এই সংম্বর্ধনার আয়োজন করেন কনসাল জেনারেল । অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মান্যবর মাসুদ বিন মোমেন। নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের ব্রুকলীন ব্যুরো সাউথ পেট্রল এর নির্বাহী কর্মকর্তা ও ডেপুটি চীফ চার্লস শল, বাংলাদেশী-আমেরিকান পুলিশ এসোসিয়েশনের (বাপা) সভাপতি সুজাত খান এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ বাপার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থলে প্রদর্শিত একটি ব্যানারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাস্যোজ্জ্বল ছবি দেখিয়ে চার্লস শল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের অন্যাতম সফল নারী নেত্রী। তিনি নারী ক্ষমতায়নের প্রতিভূ। তাঁর মত বিশ্বনেতার গতিশীল নেতৃত্বে আরো এগিয়ে যাবে বাংলাদেশ। রাষ্ট্রদূত মাসুদ বলেন, আমার প্রত্যাশা, যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিসহ সারা বিশ্বের সকল প্রবাসী বাঙালি সম্প্রদায়ের বেড়ে উঠা নতুন প্রজন্ম ক্যাপ্টেন আব্দুল্লাহ ও অফিসার আলীর সাফল্যে অনুপ্রাণিত হবে। তারা মেধা ও জ্ঞানের সৌকর্যে উজ্জ্বীবিত হয়ে বর্হিঃবিশ্বে স্ব স্ব দেশ ও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা সম্মাননা প্রাপ্ত দুই পুলিশ কর্মকর্তাকে অভিনন্দন জানান। এ সময় তিনি বলেন, কনস্যুলেটের এই হল ঘরে প্রতিদিন অসংখ্য প্রবাসী বাংলাদেশীদের আমরা কনস্যুলার সেবা দিয়ে থাকি, আজ এই ঘরেই এমন দু’জন সফল বাংলাদেশী-আমেরিকানকে আমরা সম্মাননা জানালাম যাঁরা শুধু আমেরিকারই নয় বাংলাদেশের জন্যও সমান গর্বের। যদি আজ জাতির পিতা বেঁচে থাকতেন বাংলাদেশের অদম্য অগ্রযাত্রার পাশাপাশি বাংলাদেশী বংশোদ্ভুত প্রবাসীদের এমন অব্যাহত সাফল্য দেখে নিশ্চয়ই মুগ্ধ হতেন। কনসাল জেনারেল বাংলাদেশী-আমেরিকান পুলিশ কর্মকর্তাগণের প্রতি আহবান জানান, যেন তাঁরা অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও পেশাদারিত্বের মাধ্যমে আমেরিকা তথা সারা বিশ্ব এবং স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের ’সোনার বাংলা’-কে আরো এগিয়ে নিতে ভূমিকা রাখেন। অনুষ্ঠানে মিশন ও কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App