×

আন্তর্জাতিক

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসাল জেনারেল এর সাথে কুইন্স লাইব্রেরী কর্তৃপক্ষের মতবিনিময়

Icon

শামীম আহমেদ

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০১৯, ০৮:১১ এএম

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসাল জেনারেল এর সাথে কুইন্স লাইব্রেরী কর্তৃপক্ষের মতবিনিময়
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসাল জেনারেল এর সাথে কুইন্স লাইব্রেরী কর্তৃপক্ষের মতবিনিময়
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসাল জেনারেল এর সাথে কুইন্স লাইব্রেরী কর্তৃপক্ষের মতবিনিময়
নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা গত ২৩ জানুয়ারী নিউইয়র্কের কেন্দ্রীয় কুইন্স লাইব্রেরীর নীতি নির্ধারকদের সাথে সাক্ষাত করেন। এ সময় প্রধান লাইব্রেরীয়ান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিক বোরনসহ অন্যান্য কর্মকর্তারা কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসাকে স্বাগত জানান। সাক্ষাতকালে কনসাল জেনারেল কুইন্স লাইব্রেরীর কর্মকর্তাদের বাংলাদেশ-আমেরিকান জনগোষ্ঠীকে বিশেষ করে শিশু-কিশোরদের বিভিন্ন শিক্ষামূলক সেবা ও সার্বিক সহযোগিতা প্রদানের জন্য ধন্যবাদ জানান। এ সময় তিনি স্বাধীনতার স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘কারাগারের রোজনামচা’ (বাংলা ও ইংরেজী ভার্সন) আনুষ্ঠানিকভাবে কুইন্স লাইব্রেরীর কাছে হস্থান্তর করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যুদ্ধাপরাধীদের বিচার, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনীতি, উন্নয়ন অভিযাত্রা, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকা, বাংলা সাহিত্য, শিশুতোষগ্রন্থসহ বিভিন্ন বিষয়ে (বাংলা ও ইংরেজী) বেশ কিছু বই তিনি হস্থান্তর করেন। বৈঠকে কনসাল জেনারেল বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বিশদভাবে তুলে ধরেন। এ সময় তাঁরা বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার সাফল্যগাঁথা শুনে অভিভূত হন এবং এক মিলিয়নের অধিক রোহিঙ্গাদের আশ্রয় প্রদান করে বাংলাদেশ যে মানবিকতার অপূর্ব নিদর্শন স্থাপন করেছে তার প্রশংসা করেন। বৈঠক শেষে কনসাল জেনারেলকে লাইব্রেরীর বিভিন্ন শাখা ঘুরে দেখান। নিউইয়র্ক এর কুইন্স এলাকায় সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশ-আমেরিকান নাগরিকদের বসবাস। প্রবাসী বাংলাদেশীদের বিশেষ করে নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও ঐতিহ্যের সাথে সম্পৃক্ত রাখা এবং বাংলাদেশ সম্পর্কে বিদেশীদের ক্রমবর্ধমান আগ্রহের বিষয়টি বিবেচনা করে কনসাল জেনারেল কেন্দ্রীয় কুইন্স লাইব্রেরীতে একটি “বাংলা কর্নার” স্থাপনের প্রস্তাব করেন। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে লাইব্রেরী কতৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় সব রকমের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। কনসাল জেনারেল আরো বলেন, বাংলাদেশী-আমেরিকান নাগরিকদের কল্যাণের জন্য একযোগে কাজ করার লক্ষ্যে সরকারের পক্ষ সব ধরনের চলমান সহায়তা অব্যাহত থাকবে। বৈঠকে, ভাইস-প্রেসিডেন্ট শ্যারন এ. মিরি, পরিচালক জনাথন চাং, পরিচালক নেলসন লু, সহকারী পরিচালক ক্যাথি চ্যান, সহকারী পরিচালক জনাব ফ্রেড জে. গিটনার, কপিং স্কীলস লাইব্রেরীয়ান শেলীনা শারমীন, কনস্যুলেটের কাউন্সেলর আয়শা হক এবং পারসোনাল অফিসার মোঃ কবির হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App