×

আন্তর্জাতিক

সিরিয়া ইস্যুতে এরদোগান-পুতিনের বৈঠক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৯, ০৮:০৪ পিএম

সিরিয়া ইস্যুতে এরদোগান-পুতিনের বৈঠক

ছবি: আল আরাবিয়্যাহ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হওয়ার জন্য মস্কো সফরে গিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। এ খবর জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ও আনাদলু নিউজ।

রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিতব্য বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলোর পাশাপশি বিশেষ করে সিরিয়া ইস্যু বিশেষ স্থান পাবে। এছাড়াও তুরস্ক-রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়েও বিশদ আলোচনা হতে পারে।

এ দুই বিশ্বনেতার বৈঠকে সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

আনাদলু নিউজ জানায়, তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৩৫ মিনিটে বিশেষ একটি বিমানে তুরস্ক ত্যাগ করেন তিনি। প্রেসিডেন্ট এরদোগানের সফরসঙ্গী হিসেবে রয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভাসুগলু, জ্বালানী ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী ফাতিহ ডনমেজ, প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার,কৃষি ও বনমন্ত্রী বাকির পাকদেমিরলি ও গোয়েন্দা প্রধান হাকান ফিদান, প্রেসিডেন্টের মুখপত্র ইবরাহীম কালিন এবং প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশন ডাইরেক্টর ফাহরেত্তিন আলতুন।

এ সময় আঙ্কারার এশান বোয়া বিমানবন্দরে উপস্থিত ছিলেন আঙ্কারার গভর্নর ওয়াসেপ শাহিন, মেয়র মোস্তফা তোনাসহ অন্যান্য প্রাশাসনিক কর্মকর্তারা।

একদিনের এ সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিশেষ বৈঠক করবেন তুর্কি প্রেসেডিন্ট এরদোগান।

এ বৈঠকে দু’দেশের মন্ত্রীসহ উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তারাও অংশ নেওয়ার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App