×

বিনোদন

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত হলেন বুলবুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৯, ০৮:৪৭ পিএম

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত হলেন বুলবুল

বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত হলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাঁদিয়ে বীরমুক্তিযোদ্ধা, গীতিকবি, সুরস্রষ্টা ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত হয়েছেন।

আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে তাকে দাফন করা হয়। দাফনের সময় বুলবুলের মরদেহের পাশে ছিলেন তার ছেলে সামির ইমতিয়াজ মুন।

এর আগে বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তাকে দেয়া হয় গার্ড অব অনার। তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিল্পী-বন্ধু-স্বজন, মুক্তিযোদ্ধা ও তার অসংখ্য ভক্ত-অনুরাগী।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। বাদ জোহর সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেয়া হয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি)।সেখানে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা ।

পরিবারের ইচ্ছে অনুযায়ী তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App