×

জাতীয়

বিরলের ৩ টি ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রতীক চান ১৪ জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৯, ০৪:১৮ পিএম

বিরলের ৩ টি ইউনিয়নের চেয়ারম্যান পদে নৌকা প্রতীক চান ১৪ জন
বিরলে মেয়াদ উত্তীর্ণ ৩ টি ইউপি’র সম্ভাব্য নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের আবেদন সংগ্রহ করেছে উপজেলা আওয়ামী লীগ। ২২ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাশীদের আবেদন সংগ্রহ এবং ২৩ জানুয়ারি বুধবার জমা দেয়ার শেষ সময়ে ৩ টি ইউনিয়নে ১৪ জন প্রার্থী দলীয় মনোনয়ন কামনা করেছেন। উল্লেখ্য, উপজেলায় মোট ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা রয়েছে। এগুলোর মধ্যে ১ নং ও ২নং ইউনিয়নের আংশিক এলাকা নিয়ে ১২ নং রাজারামপুর ইউনিয়ন এবং ৫ নং বিরল ইউনিয়নের আংশিক এলাকা নিয়ে বিরল পৌরসভা গঠন হওয়ায় নির্ধারিত সময়ে ১ নং আজিমপুর, ২নং ফরক্কাবাদ ও ৫নং বিরল ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নির্বাচন কমিশনের গৃহীত পদক্ষেপ অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনের আসন্ন তপশীলে এ ৩ টি ইউনিয়নের তপশীল ঘোষণা হতে পারে মর্মে বাংলাদেশ আওয়ামী লীগ বিলল উপজেলা শাখা নিজেদের প্রার্থী চুড়ান্ত করতে মনোনয়ন প্রত্যাশীদের আবেদন সংগ্রহের সিদ্ধান্ত নেয়। এদের মধ্যে ১ নং আজিমপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি নাজমুল হায়দার স্বপন, ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধূরী, ইউপি আওয়ামী লীগের সদস্য নজিবর রহমান, ইউপি আওয়ামী লীগের সদস্য আনছার আলী, ২ নং ফরক্কাবাদ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য তোসাদ্দেক হোসেন, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হোসেন আলী, ইউপি আওয়ামী লীগের সদস্য মোকাদ্দেস হোসেন, ৫নং বিরল ইউনিয়নে উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন মঙ্গলু, ইউপি আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব মোঃ আকতার হোসেন, যুগ্ম আহ্বয়ক আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন, ইউপি আওয়ামী লীগের সদস্য তোবারক হোসেন দলীয় কার্যালয়ে মনোনয়ন প্রাপ্তির আবেদন ফরম প্রত্যেকে ১০ হাজার টাকা করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু’র নিকট জামানতসহ জমা প্রদান করেন। এছাড়াও ২ নং ইউনিয়নে ইউপি আওয়ামী লীগের আহ্বায়ক আজাহার আলী ও ৫ নং ইউনিয়নে ইউপি আওয়ামী যুবলীগের আহ্বায়ক খোরশেদ আলম মনোনয়ন প্রাপ্তির আবেদন ফরম সংগ্রহ করলেও তা আর জমা দেননি। মনোনয়ন ফরম জমা নেয়ার সময় দলীয় কার্যালয়ে অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এম আব্দুল লতিফ, সহ-সভাপতি ও পৌরমেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, যুগ্ম-সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, সাংগঠনিক সম্পাদক আল্লামা আজাদ ইকবাল লাবু, দপ্তর সম্পাদক আজাহারুল ইসলাম, উপদেষ্টা ও জেলা পরিষদের সদস্য আকবর আলী, যুব ও ক্রীড়া বিয়ষক সম্পাদক মোশারফ হোসেন, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস আলী, যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সাজু, উপজেলা যুবলেিগর সভাপতি আব্দুল মালেক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শফিকুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠুন কুমার রায় প্রমূখ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App