×

জাতীয়

ফ্রেব্রুয়ারিতে বিশ্ব ইজতেমা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৯, ০৩:৫৭ পিএম

ফ্রেব্রুয়ারিতে বিশ্ব ইজতেমা

ফাইল ছবি

বিশ্ব ইজতেমা নিয়ে তাবলীগ জামাতের বিদ্যমান দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, ফ্রেব্রুয়ারি মাসের যেকোনো সময় ইজতেমা হবে। তবে এবারের ইজতেমায় ভারতের মাওলানা সাদ অংশ নেবেন না। আজ বুধবার সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে দুপক্ষের বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ফেব্রুয়ারি মাসের যেকোনো সময় আমাদের টঙ্গীর বিশ্ব ইজতেমা যেটা হয়ে থাকে সেই ইজতেমাটা হবে। দুইপক্ষই একত্রে ইজতেমা করবে, একসঙ্গে ইজতেমা করবে।

এ সময় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, টঙ্গীতে ইজতেমা হবে। সেটা দুই গ্রুপে হবে না, একগ্রুপে হবে। সবাই মিলে একটাতে হবে। দুইগ্রুপের দুজন নেতাকে আমরা দায়িত্ব দিয়েছি। একগ্রুপে মাওলানা ওয়াসিব, আরেক গ্রুপে মাওলানা জুবাইর সাহেব।

টঙ্গীর ইজতেমা ময়দানে গত ডিসেম্বরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর সরকারের মধ্যস্থতায় গত দুই মাস ধরে একাধিক সমঝোতা বৈঠক হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App