×

খেলা

ফুটবলের উন্নয়নে একাত্ম সবাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৯, ০৩:১৭ পিএম

ফুটবলের উন্নয়নে একাত্ম সবাই
যতই দিন যাচ্ছে বাংলাদেশের ফুটবল ততই পিছিয়ে যাচ্ছে। গত দশ বছরে দেশের ফুটবল তলানির তলায় গিয়ে ঠেকেছে। ফিফা ব্যাঙ্কিংয়ে দশ বছর আগে ১৪৯-এ থাকা বাংলাদেশ এখন ১৯৪তম স্থানে। এ সময় ভারত-মালদ্বীপের ফুটবল বহু দূর এগিয়েছে। সঠিক পরিকল্পনার অভাবে দেশের ফুটবল জৌলুস হারাতে বসেছে। মৃতপ্রায় ফুটবলকে জাগিয়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের (বিডিডিএফএ) মহাসচিব তরফদার মো. রুহুল আমিন। গত বছর বাংলাদেশের ঘরোয়া ফুটবলের জন্য বছরটি মোটেও সুখকর ছিল না। মাঠে গড়ায়নি ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর প্রিমিয়ার লিগ ফুটবল, বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ ফুটল, প্রথম বিভাগ ফুটবল, দ্বিতীয় বিভাগসহ বেশ কয়েকটি প্রতিযোগিতা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে ফুটবল ক্লাবের কর্মকর্তাদের অভিযোগের অন্ত নেই। বাফুফের সভাপতি তার সিদ্ধান্ত অন্যদের ওপর চাপিয়ে দেন। ক্লাব কর্মকর্তাদের অভিযোগ, তিনি কারো কোনো কথা কর্ণপাত করেন না বলে দেশের ফুটবল পিছিয়ে যাচ্ছে। দেশের ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনতে গতকাল রাজধানীর এক অভিজাত হোটেলে ফুটবল সংগঠক তরফদার রুহুল আমিন এবং আরামবাগ ক্রীড়াসংঘের সভাপতি মমিনুল হক সাঈদের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ক্লাব এসোসিয়েশন। ক্লাবগুলোর ন্যায্য অধিকার আদায়ে বাফুফের সঙ্গে ধর কষাকষি করবে এ সংগঠন। তরফদার রুহুল আমিন বলেন, সঠিক পরিকল্পনার অভাবে দেশের ফুটবল কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারছে না। ফুটবলের মধ্য দিয়ে একটি জাতি উন্নতির শিখরে পৌঁছতে পারে। ফুটবল দিয়ে বিশে^র বিভিন্ন দেশ বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে। আট-দশজন ব্যক্তির স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে ধ্বংস করার হচ্ছে দেশের ফুটবলকে। মাঠের ফুটবল এখন টেবিলে অনুষ্ঠিত হচ্ছে। যোগ্য সংগঠক এবং বাস্তবসম্মত পদক্ষেপের অভাবে বিজ্ঞাপন পাচ্ছে না ফুটবল। তিনি আরো বলেন, ক্রিকেট, হকি, ভলিবল, আর্চারি যেভাবে এগিয়েছে সেভাবে অগ্রসর হয়নি ফুটবল। দেশের ফুটবলে প্রাণ ফেরাতে কাজ করবে বাংলাদেশ ফুটবল ক্লাব এসোসিয়েশন। দেশের ফুটবলকে আরো গতিশীল করতে গতকাল ৬৭ ক্লাবের মধ্যে ৫৭ ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত থেকে তরফদার রুহুল আমিনকে সভাপতি এবং মমিনুল হক সাঈদকে বাংলাদেশ ফুটবল ক্লাব এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও প্রবীণ রাজনীতিবিদ মোজাফফর হোসেন পল্টু, বাফুফের সহসভাপতি বাদল রায়, সাবেক ফুটবলার আব্দুল গাফফার, হাসানুজ্জামান খান বাবলু, নোফেল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন ভ‚ঁইয়া শাহীন। বাফুফের সাবেক সভাপতি এস এম সুলতান টিটু, দীপালি যুব সংঘের ভাইস প্রেসিডেন্ট শফিকুল আলম, নবাবপুর ক্লাবের আলিমুজ্জামান আলিম, ওয়ান্ডারার্স ক্লাবের তুহিনসহ উপস্থিত সবাই দেশের ফুটবলের বৃহত্তর স্বার্থে বাফুফের সভাপতি সালাউদ্দিনকে পদত্যাগের আহবান জানান। অনেকে দেশের ফুটবলকে ধ্বংসের জন্য সালাউদ্দিনকে দায়ী করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App