×

আন্তর্জাতিক

গাজায় হামাস শিবিরে ইসরাইলি হামলা, ত্রাণ সরবরাহ বন্ধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০১৯, ০৬:০৪ পিএম

গাজায় হামাস শিবিরে ইসরাইলি হামলা, ত্রাণ সরবরাহ বন্ধ

ছবি: সংগৃহীত

ইসরাইলি বাহিনী মঙ্গলবার রাতে গাজা উপত্যকায় হামাসের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। ফিলিস্তিনি এক নাগরিক নিহতের একদিন পর আবারও এ হামলা চালানো হলো।

হামলার কারণে ত্রাণ সরবরাহে আবারও বিঘ্ন সৃষ্টি হয়েছে। খবর এএফপি’র।

ইসরাইল ও কট্টরপন্থী ইসলামি সংগঠনের মধ্যে অনানুষ্ঠানিক অস্ত্রবিরতি ঘোষণার সুবাদে তুলনামূলকভাবে কয়েক সপ্তাহ শান্ত থাকার পর এসব ঘটনা উত্তেজনা বাড়ানোরই ইঙ্গিত দিচ্ছে। সংগঠনটি গাজা উপত্যকায় সক্রিয়।

ইসরাইল জানান, ইসরাইলি বাহিনী গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাসের দু’টি পর্যবেক্ষণ স্থাপনা লক্ষ্যকরে ট্যাঙ্ক হামলা চালায়। এতে এক হামাস জঙ্গি নিহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, মোহাম্মাদ আল-নাবাহীন (২৪) ট্যাঙ্কের গোলার আঘাতে নিহত হয়। এ সময় আরও চারজন আহত হয়েছে।

হামাস জানায়, সে তাদের সশস্ত্র শাখা ইজেদিন আল-কাশেম ব্রিগেডের সদস্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App