×

জাতীয়

মৌলভীবাজারে চা বাগানে প্লান্টেশন দখল করে বসত ঘর নির্মান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০১৯, ০২:২১ পিএম

মৌলভীবাজারে চা বাগানে প্লান্টেশন দখল করে বসত ঘর নির্মান

প্লান্টেশনের ভিতরেই বসতঘর তৈরী করেছে চা শ্রমিকরা

বসত ঘর নির্মাণের জমি না পেয়ে সোমবার দুপুরে জেলার কমলগঞ্জের মাধবপুর চা বাগানের অস্থায়ী চা শ্রমিকরা প্লান্টেশন এলাকার প্রায় ৭০ একর জমি জবর দখল করে ঘর নির্মাণ করছে বলে জানান, মাধবপুর চা বাগানের প্রধান ব্যবস্থাপক মুরাদ চৌধুরী। এতে বাগানের উৎপাদন ব্যহত হওয়ার শংকা প্রকাশ করেন তিনি। তিনি জানান, বাগানের চা শ্রমিক মুন্না ভর, গোপাল নুনিয়া, রামহরি নুনিয়া, অখিল বাগতি, কানাই রবিদাসসহ বেশ কিছু চা শ্রমিক মলিত হয়ে প্রথম গত ২৫ ডিসেম্বর মঙ্গলবার ৭ নম্বর প্লান্টেশন এলাকা জবর দখল করেছিল। দখলকারী চা শ্রমিকরা প্রথমে কিছু এলাকা চা গাছ উপড়ে ফেলে করে সেখানে বসতঘর নির্মাণ শুরু করলে চা বাগান কর্তৃপক্ষ এ চা বাগানের ৯ নম্বর সেকশনের পতিত জমিতে বসত ঘর নির্মাণের কথা জানালে কিছু চা শ্রমিক সেখানে গিয়ে বসতঘর নির্মাণ করে বসবাস শুরু করে। সোমবার দুপুরে আবার, মাধবপুর চা বাগানের শ্রমিক রামহরি নুনিয়া, সুমন নুনিয়া, সাধন বাগতি, রাধেশ্যাম দাশ, পলাশ শীল, মুন্না ভরের নেতৃত্বে বেশ কিছু শ্রমিক ৭ নম্বর সেকশনের প্রায় ৬০/ ৭০ একর প্লান্টেশন এলাকা দখল করে কিছু চা গাছ উপড়ে ফেলে সেখানে বসত ঘর নির্মাণ শুরু করে। রামহরি নুনিয়া, সুমন নুনিয়া সাংবাদিকদের জানান, চা বাগান ব্যবস্থাপন ৯ নম্বর সেকশনের পতিত জমিতে বসত ঘর নির্মাণের কথা বললেও সে জমি বন্যা কবলিত ও দূরবর্তী এলাকায় পড়েছে। সেখানে তারা বসত ঘর নির্মাণ করবেন না। তাই ৭ নম্বর সেকশনের এই উঁচু জমিতে তারা বসত ঘর নির্মাণ করছেন। মাধবপুর চা বাগানের প্রধান ব্যবস্থাপক মুরাদ চৌধুরী আরো বলেন, প্রথম দফায় এ চা বাগানের ৭ নম্বর প্লান্টেশন এলাকার জমি জবর দখল করে চা শ্রমিকরা বসত ঘর নির্মাণ শুরু করেছিল। তখর তাদের বুঝানোর পর চা শ্রমিকরা জমির দখল ছেড়ে দিয়েছিল। অনেক শ্রমিক আবার ৯ নম্বর সেকশনের পতিত জমিতে বসত ঘর নির্মাণ করে বসবাসও শুরু করেছে। সোমবার আবার একদল চা শ্রমিক ৭ নম্বর সেকশনের জমির দখল নিয়ে সেখানে বসতঘর নির্মাণ শুরু করে। এদের বেশীর ভাগই নিবন্ধিত চা শ্রমিক নয়। তিনি জানান, তারা আগে আবেদন করেছিল । আর বাগানের নিবন্ধিত শ্রমিক না হওয়া সত্যেও মানবিক কারণে তাদেরকে ৯ নম্বর সেকশনের জমিতে বসত ঘর নির্মাণের সুযোগ দিলেও কিছু শ্রমিক সেখানে বসতঘর নির্মাণ করে বসবাস করছে। আর একটি অংশ সে সুযোগ গ্রহন না করে তারা সোমবার জোর পূর্বক ৭ নম্বর সেকশন দখল করে রোপিত চা গাছ উপড়ে ফেলে অবৈধভাবে সেখানে বসত ঘর নির্মাণ করছে। বিষয়টি তিনি কোম্পানীর উর্ধতন কর্তৃপক্ষ ও কমলগঞ্জ থানাকে অবহিত করেছেন। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, ঘটনাটি মৌখিক ভাবে শুনেছেন বলে জানান। মাধবপুর চা বাগান কর্তৃপক্ষ এখন লিখিত কোন অভিযোগ করেনি। অভিযোগ করলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App