×

জাতীয়

মুন্সীগঞ্জে ট্রলার ডুবি: ১৮ জনকে নিখোঁজ রেখেই উদ্ধারকাজ সমাপ্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০১৯, ০৭:৩১ পিএম

মুন্সিগঞ্জের মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় ১৮ জন শ্রমিককে নিখোঁজ রেখেই সাতদিন পর উদ্ধারকাজ পুরোপুরি সমাপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন এ ঘোষণা দেয়। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা কর্মকর্তা (ইউএনও) হাসান সাদী বলেন, নিখোঁজ ট্রলারের উদ্ধারকাজ পুরোপুরি সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

রোববার (২০ জানুয়ারি) মেঘনা নদী থেকে নিখোঁজ ২০ শ্রমিকের মধ্যে দু’জনের মরদেহ উদ্ধার করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর বাকি ১৮ শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন। শ্রমিকদের স্বজনরা নিজেদের গ্রামের বাড়ি পাবনায় ফিরে গেছেন। যদি পরে আর কোনো মরদেহ উদ্ধার করা হয় বা ভেসে ওঠে সেক্ষেত্রে স্বজনদের খবর দিয়ে আনা হবে।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) ভোর ৪টায় মেঘনায় মালবাহী জাহাজের সঙ্গে ধাক্কায় জাকির দেওয়ান নামে মাটিবোঝাই ট্রলারটি ডুবে যায়। এসময় ৩৪ জন শ্রমিকের মধ্যে ১৪ জন সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় ২০ শ্রমিক। ট্রলার ডুবির ষষ্ঠদিনে রোববার মেঘনা নদী থেকে দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App