×

আন্তর্জাতিক

মালিতে শান্তিরক্ষী নিহতের সংখ্যাবেড়ে ১০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০১৯, ০৬:৩৪ পিএম

মালিতে শান্তিরক্ষী নিহতের সংখ্যাবেড়ে ১০

মালিতে ১০ শান্তিরক্ষী নিহত

মালির উত্তরাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১০ জনে। এর আগে এর সংখ্যা জানা গিয়েছিল ৮। রোববারের এ হামলায় আহত হয়েছেন আরো ২৫ জন। নিহত হওয়া শান্তিরক্ষী সদস্যরা আফ্রিকার দেশ চাদের নাগরিক বলে জানা গেছে। মালির কিদাল প্রদেশ থেকে ২০০ কিলোমিটার উত্তরে জাতিসংঘের আগুয়েলহক ক্যাম্পে হামলাটি চালানো হয়। এদিকে রোববারের এ হামলার দায় স্বীকার করে নিয়েছে জঙ্গি সংগঠন আল কায়েদা ইন দ্য ইসলামিক মাঘরেব। বার্তা সংস্থা আল-আখবার জানায়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর চাদ সফরের প্রতিক্রিয়ায় জঙ্গি সংগঠনটি এ হামলা চালিয়েছে। এ হামলাকে জটিল আক্রমণ হিসেবে আখ্যায়িত করে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতারেস নিন্দা জানিয়েছেন। জাতিসংঘের মুখপাত্র ইভান ডুজাররি জানায়, জাতিসংঘ শান্তিরক্ষীরা আক্রমণের সময় জোরালভাবে পাল্টা হামলা চালায় । তখন অনেক হামলাকারী নিহত হয়েছেন । প্রসঙ্গত, সংঘাতপূর্ন মালিতে প্রায় ১২ হাজার শান্তিরক্ষী সদস্য মোতায়েন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App