×

জাতীয়

কাপ্তাইয়ে পিআরডিবি-৩ প্রকল্পের ইউনিয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০১৯, ০৪:২১ পিএম

কাপ্তাইয়ে পিআরডিবি-৩ প্রকল্পের ইউনিয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

ছবিতে কাপ্তাই পিআরডিবি-৩ প্রকলেপর মাসিক সভার একাংশের ছবি

তৃনমুল উন্নয়ন খাতে বৈপ্লবিক পরিবর্তন অংশীদারিত্বমূলক পল্লী উন্নয়ন প্রকল্প (পিআরডিবি-৩), ইউনিয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। গতকাল ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে পিআরডিবি-৩ এর ডেভলপমেন্টে অফিসার আশীষ চাকমার সঞ্চলনায়, চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল বারেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৯টি ওয়ার্ডের মেম্বার ও মহিলা মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ। মাসিক সভায় প্রকল্প বাস্তবায়নযোগ্য মুল ধারণা ও উদ্দেশ্য অনুসরনে প্রকল্প কর্মকান্ড ভিডিসি স্কীম বাস্তবায়ন, রাস্তা-কালভার্ট, গ্রাম ভিত্তিক সেনিটেশন এবং স্কুল ঘর মেরামতসহ পাড়া রাস্তা, আর্সেনিক মুক্ত টিউবওয়েল, ড্রেন-হাটবাজার, সাঁকো সহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ আর্থসামাজিক অবকাঠামো, পয়নিস্কাশন, পানি সরবরাহের পাকা ড্রেন, মাটি ভরাটসহ সরকারীভাবে গুরুত্বপূর্ন উপরোক্ত প্রকল্পসমূহ বাস্তবায়নের লক্ষ্যে সরকার কর্তৃক দেয়া স্কীমের প্রাক্কলন ১ লাখ টাকা, পিআরবি-৩ প্রকল্প অংশে ৭০% ৭০ হাজার, ইউপি অংশ ১০% ১০ হাজার টাকা ও সুবিধাভোগীদের অংশ ২০% ২০ হাজার টাকা হারে নির্ধারণ করে প্রকল্পের কর্মকান্ড ১ম ধাপ শুরু করে ২য় ধাপে সুপরিকল্পিতভাবে সম্পাদনের লক্ষ্যে মাসিক সভায় প্রধান অতিথি ও সভাপতি অভিমত ব্যক্ত করেন। এছাড়াও ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী আরো বলেন, এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন ও উন্নয়ন সেবায় সরকারের অনুসরনীয় দৃষ্টান্ত প্রশংসনীয়। এবার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন এলাকায় এসব পদক্ষেপগুলো যথাযথ বাস্তবায়নের মাধ্যমে প্রতিশ্রুতির চেয়ে বেশি উন্নয়ন কাজ হবে বলে আশাবাদ ব্যক্তি করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App