×

খেলা

এবার বাবা হলেন ফ্রেড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০১৯, ০৩:২৫ পিএম

এবার বাবা হলেন ফ্রেড
ম্যানচেস্টার ইউনাইটেডের রোমেলো লুকাকু, পল পগবা ও নেমাঞ্জা মাটিকদের পর এবার বাবা হয়েছেন দলটির ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফ্রেড। বান্ধবী মনিকি সালুমের গর্ভে তার পূত্র সন্তানের আগমন ঘটেছে। ফ্রেড সদ্য জন্ম নেয়া এ সন্তানের নাম রেখেছেন বেনজামিন। পৃথিবীর আলো দেখার পর ইনস্টাগ্রামে তার একটি ছবি শেয়ার করে স্বয়ং ব্রাজিলিয়ান ফুটবলারই ভক্তদের সুখবরটি জানিয়েছেন। বড় দিনের আগে বাবা হয়েছিলেন দলটির বেলজিয়ান তারকা রোমেলো লুকাকু। কদিন আগে দুবাই সফরে সন্তানের জনক হয়েছেন ম্যানইউর ফরাসি ফুটবলার পল পগবা। তা ছাড়া ম্যানইউর মিডফিল্ডার ভিক্টর লিন্ডলপ, ক্রিস স্মাইলিং, মাতেও ডারমেইনের বান্ধবীরাও অন্তঃসত্ত্বা। সে হিসেবে বলাই যায় যে, ওল্ড ট্রাফোর্ডে ফুটবলারদের সন্তানের সংখ্যা যেন একের পর এক বেড়েই যাচ্ছে। নতুন বছরের প্রথম মাসের মাঝামাঝিতে মনিকি সালুমের গর্ভে পুত্র সন্তানের আগমন ঘটবে- এমনটি গত বছরের ডিসেম্বরেই বলে রেখেছিলেন ম্যানইউর তারকা ফুটবলার ফ্রেড। অবশেষে তার প্রতীক্ষার অবসান ঘটল। বেনজামিন নামে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছে ফ্রেডের প্রিয়তমা সালুম। বাবা হয়ে নিজেই অনুভ‚তি ব্যক্ত করেছেন ফ্রেড। এ সম্পর্কে ২৫ বছর বয়সী তরুণ এ ফুটবলার ইনস্টাগ্রামে জানান, যখন কোনো বাবা-মায়ের কোলে সন্তানের আগমন ঘটে তখন সেই বাবা-মাই কেবল এর সুখানুভ‚তিটা পায়। ধীরে ধীরে সেই সন্তান হয়ে উঠে জীবনের চেয়ে বেশি প্রিয় এবং চিরস্থায়ী হয় সেই সুখানুভূতি! পৃথিবীতে তোমাকে স্বাগত, আমরা তোমাকে অনেক ভালোবাসি। ২০১২ সালে ২৫ বছর বয়সী সুন্দরী মনিকি সালুমের সঙ্গে ফ্রেডের প্রথম পরিচয় হয়। এর কিছু দিন পর তারা প্রণয়ে জড়ান। সেই থেকে এখনো ছুটিয়ে প্রেম করে যাচ্ছেন এ জুটি। এদিকে কদিন আগে সারাহ মেন্সের গর্ভে ফুটফুটে এক সন্তান হয়েছে লুকাকুর। সন্তানের বাবা হয়ে ফ্রেডের মতো তিনিও খুশি। অন্যদিকে মরিয়া সালাউজ-পল পগবা জুটির ঘরেও এ মাসের শুরুতে নতুন অতিথি এসেছে। তারও আগে বাবা হয়েছেন ম্যানইউর সার্বিয়ান ফুটবলার নেমাঞ্জা মাটিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App