×

বিনোদন

২০১৯ সালের নতুন নাটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০১৯, ০৬:০৯ পিএম

২০১৯ সালের নতুন নাটক

জলকুমারী নাটকের একটি দৃশ্য

২০১৯ সালের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে সৈয়দ জামিল আহমেদের নির্দেশনায় নতুন নাটক। এর আগে ‘বিষাদ সিন্ধু’, ‘বেহুলার ভাসান’, ‘সংভংচং’ এবং সবশেষ ‘রিজওয়ান’ নির্দেশনা দিয়ে ঢাকার নাট্যাঙ্গনে তুমুল প্রশংসা কুড়িয়েছেন তিনি। ফলে জামিল আহমেদের নতুন নাটক মানেই নাট্যমোদী দর্শকের বাড়তি আগ্রহ। এবার কথাসাহিত্যিক শহীদুল জহিরের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’ মঞ্চে আসছে জামিল আহমেদের নির্দেশনায়। নাটকটি মঞ্চে আনছে প্রযোজনাভিত্তিক নাট্য সংগঠন ‘স্পর্ধা’। এই নাটকটিকে ঘিরে গত নভেম্বর-ডিসেম্বর মাসে চারটি কর্মশালার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের ৬৬ জন নাট্যকর্মী অংশগ্রহণ করে। কর্মশালাটি পরিচালনা করেন জামিল আহমেদ। এই কর্মশালা থেকে নির্বাচিত ২২ জনকে নিয়ে জামিল আহমেদ মঞ্চে আনছেন ‘জীবন ও রাজনৈতিক বাস্তবতা’। আগামী মার্চ মাসের মাঝামাঝি নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। এদিকে বছরের শুরুতেই মঞ্চে নতুন নাটক এনেছে থিয়েটার আর্ট ইউনিট। নাটকের নাম ‘অনুদ্ধারণীয়। বুদ্ধদেব বসুর ছোটগল্প অবলম্বনে নাট্যরূপ ও নির্দেশনা দিচ্ছেন ড. মোহাম্মদ বারী। গত ১১ জানুয়ারি সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয়। ‘অনুদ্ধারণীয়’ মূলত প্রতিষ্ঠানবিরোধী তারুণ্যের রোমান্টিসিজমের গল্প; দুটি চরিত্র কবি ও কবিভক্ত অমিতের চূড়ান্ত দ্বন্দ্বের মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের কাহিনী। নাটকটির মঞ্চ পরিকল্পনা করছেন শাহীনুর রহমান, আলোক পরিকল্পনা: অম্লান বিশ্বাস ও আবু সুফিয়ান বিপ্লব। সঙ্গীত পরিকল্পনা: সেলিম মাহবুব। পোশাক পরিকল্পনা: ফৌজিয়া করিম। অভিনয় করছেন মোহাম্মদ বারী, রাকিবুল ইসলাম, মেহমুদ সিদ্দিকী লেনিন, মাজিদুল মিঠ, মাহফুজ সুমন, নুরুজ্জামান বাবু, সরকার জামান, আকাশ মোদক, এস আর সম্পদ, ফৌজিয়া করিম, অপ্সরা মৌ, সুমন আকন্দ, আশিক প্রমুখ। এরপর ১৪ জানুয়ারি নতুন নাট্য সংগঠন ‘ব নাটুয়া’ তাদের তৃতীয় প্রযোজনা হিসেবে মঞ্চে এনেছে ‘নিশিকাব্য’। মুহম্মদ জাফর ইকবালের ছোটগল্প ‘মধ্যরাত্রিতে তিনজন দুর্ভাগা তরুণ’র ছায়া অবলম্বনে নাটকটি লিখেছেন মঈন উদ্দিন পাঠান, নির্দেশনা দিয়েছেন আব্দুল মোমিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবির হোসেন, সাজেদ বিন সাজিদ, রাইয়ান অনাবিল, ইব্রাহিম মোরশেদ, তামিম, মারিয়া স্মৃতি, সাকিব ও আব্দুর মোমিন। একই দিন, ১৪ জানুয়ারি বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় মঞ্চে এসেছে নতুন নাটক ‘জলকুমারী’। ঢাকার ‘মেঠোপথ থিয়েটার’ ও ভারতের হুগলী জেলার ‘সহজপাঠ থিয়েটার’ যৌথভাবে নাটকটি প্রযোজনা করেছে। গত ৭ জানুয়ারি ঢাকায় নাটকটির কারিগরি প্রদর্শনীর পর ১৪ জানুয়ারি ভারতের হুগলী জেলা নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়েছে। রচনা ও নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের নির্দেশক দেবাশীষ ঘোষ। নাটকটির সঙ্গীত পরিকল্পনায় আছেন শিশির রহমান(বাংলাদেশ) সেট ও লাইট ডিজাইন করছেন পলাশ হেনড্রি সেন (বাংলাদেশ)। অভিনয়ে আছেন শামীমা আক্তার মুক্তা (বাংলাদেশ), জুবায়ের জাহিদ (বাংলাদেশ), তরুণ চ্যাটার্জী (ভারত), তারক ব্যানার্জী (ভারত), তরুন কুমার দে (ভারত)। এ ছাড়া মঞ্চে আসার অপেক্ষায় আছে জীবন সংকেত নাট্যদলের নতুন নাটক ‘ন বৃত্তীয়’। লিখেছেন রুমা মোদক, নির্দেশনা দিচ্ছেন ফজলুর রহমান পলাশ। অভিনয় করছেন অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, আজহারুল ইসলাম, তন্নী পাল, প্রশান্ত পাল। ২০ জানুয়ারি হবিগঞ্জে নাটকটির কারিগড়ি মহড়া হবে। এরপর ২৪ জানুয়ারি ভারতে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। ফেব্রুয়ারিতে ঢাকায় নাটকটির প্রদর্শনী হবে বলে জানিয়েছেন নাট্যকার রুমা মোদক। মণিপুরি থিয়েটার এ বছরে মঞ্চে নিয়ে আসবে ‘ও মন পাহিয়া’ নামের একটি নাটক। যার বাংলা নাম ‘ও মন পাখি’, ইংরেজি নাম ‘দ্য ফ্লাইং হার্ট’। আফ্রিকান একটা মিথকে উপজীব্য করে নাটকটি রচনা ও নির্দেশনা দিচ্ছেন শুভাশিস সিনহা। আগামী এপ্রিলের শেষের দিকে নাটকটি মঞ্চে আসবে বলে জানিয়েছেন শুভাশিস সিনহা। অন্যদিকে নাট্যকার-নির্দেশক বাকার বকুলও নতুন নাটকের পাঠ-মহড়া শুরু করেছেন। বছরের মাঝামাঝি নাটকটি মঞ্চে আনার পরিকল্পনার কথা জানিয়েছেন বকুল। নাট্যকার মাসুম রেজা লিখছেন নতুন একটি নাটক। এ বছরই নাটকটি মঞ্চে আসবে বলে জানিয়েছেন তিনি। সব মিলিয়ে ২০১৯ সালে নাট্যকর্মী-দর্শকের মিলনমেলায় পরিণত হবে দেশের নাট্যাঙ্গন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App