×

জাতীয়

মদপানে বাধা দেয়ায় কিশোরকে পিটিয়ে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০১৯, ১১:১১ পিএম

কেরানীগঞ্জে মদপানে বাধা দেয়ায় রাতুল হোসেন (১৭) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়।

নিহতের পরিবারের বরাত দিয়ে কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, গত মঙ্গলবার রাতে কলাতিয়া ইউনিয়নের মানিকনগর মোড়ে গোলাম রসুলের ছেলে রহমান নামে এক যুবক মদপান করে মাতলামি করছিল। রাতুল তাকে বাধা দেয়।

পরদিন বিষয়টি মীমাংসা করার জন্য সালিসের কথা বলে রাতুলকে ডেকে নিয়ে গিয়ে সকলের সামনেই ভারী কাঠ দিয়ে এলোপাথারি মারধর করে একই এলাকার শাহ আলম।

গুরুতর আহত অবস্থায় রাতুলকে প্রথমে কলাতিয়া সেন্ট্রাল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে রাতুল মারা যায়।

পুলিশ জানায়, নিহত রাতুলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App