×

বিনোদন

প্রতিটা কনসার্ট শেষে মনে হয় এটাই বুঝি সেরা কনসার্ট : লিজা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০১৯, ০৬:১৬ পিএম

প্রতিটা কনসার্ট শেষে মনে হয় এটাই বুঝি সেরা কনসার্ট : লিজা
বছরজুড়েই দেশে ও দেশের বাইরে কনসার্ট নিয়ে ব্যস্ত থাকেন সঙ্গীত তারকারা। কনসার্টকে তারা শ্রোতাদের সঙ্গে যোগাযোগের সেরা মাধ্যম বলে মনে করেন। এই কনসার্টকে ঘিরে তাদের নানা রকম আনন্দ-বেদনার অভিজ্ঞতা নিয়ে ‘মেলা’র নতুন বিভাগ ‘আমার সেরা কনসার্ট’
প্রতিটা প্রোগ্রামেই ভিন্ন এক অভিজ্ঞতা দেশে ও দেশের বাহিরে বিভিন্ন কনসার্টে পারফর্ম করি। প্রতিটা প্রোগ্রামেই আমার জন্য ভিন্ন এক অভিজ্ঞতা। তা হোক নিজের দেশ কিংবা বিদেশের মাটি; আগামীকালের দিনটা আমার জন্য যেমন নতুন তেমনি পরবর্তী পারফর্ম যেখানে করব সেই স্টেজও আমার জন্য নতুন! প্রত্যেকবার প্রোগ্রাম শেষ করে মনেহয় এটাই বুঝি আমার জীবনের সেরা প্রোগ্রাম। দর্শকশ্রোতারা আমাকে এবং আমার গানকে এভাবে এতো ভালোবাসে তা কনসার্টে বুঝতে পারি। ময়মনসিংহে পারফর্ম করা আমার গ্রামের বাড়ি ময়মনসিংহে এবং সেখানেই আমার বেড়ে ওঠা। স্কুল-কলেজ জীবনও কাটিয়েছি সেখানে। সেখানকার কোনো কনসার্টে গাইতে পারা আমার জন্য আনন্দের। একটি প্রোগ্রামের কথা এখনো মনে পড়ে, ক্লোজআপ ওয়ান শেষে আমার প্রথম ওপেন এয়ার কনসার্ট। ঈশ্বরগঞ্জে একটি কলেজের সুবর্ণজয়ন্তী উপলক্ষে কনসার্ট ছিল সেদিন। সেই কনসার্টে আমার গান শুনতে, আমাকে দেখতে প্রচুর মানুষ এসেছিল। মনে হয়েছিল যেন বাংলাদেশেই আছি প্রত্যেক বছর পহেলা বৈশাখ উপলক্ষে লন্ডনে ‘বাংলাদেশি মেলা’র আয়োজন হয়। ২০১২ সালে প্রবাসীদের আমন্ত্রণে সেই বৈশাখী কনসার্টে পারফর্ম করেছিলাম। তা আমার সঙ্গীত জীবনে বিশেষ এক স্মরণীয় মুহূর্ত। আমি যখন স্টেজে ওঠে গান গাইতে শুরু করি তখন আমার সামনে হাজার হাজার দর্শক। দেশের বাহিরে অন্য কোথাও গাইতে গিয়ে এত মানুষ, কনসার্ট শ্রোতাদের এত ভিড় চোখে পড়েনি। তাদের ফিডব্যাকও ছিল অসাধারণ। আমি অবাক হয়েছিলাম তাদের মুখে আমার গাওয়া গানগুলো শুনে। ক্ষণিকের জন্য ভুলে গিয়েছিলাম লন্ডনের কথা, মনে হয়েছিল আমি যেন বাংলাদেশেই আছি! আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম। সবাই মিলে গানের দল আমার সঙ্গে ইন্সট্রুমেন্টে যারা কাজ করেন সবাই মিলে আমরা একটা গানের দল। আমরা সবসময় একসঙ্গে গান বাজনা করার চেষ্টা করি। এমনকি রেকর্ডিংয়েও আমরা একই গ্রুপ পারফর্ম করি। ফিডব্যাক পেলে আত্মবিশ্বাস বাড়ে স্টুডিও কিংবা ওপেন এয়ার। দুধরনের প্লাটফর্মেই স্বাচ্ছন্দ্য বোধ করি। টেলিভিশন লাইভ এক রকম; যেখানে নিজের ইচ্ছে মতো প্লে লিস্ট সাজানো যায়। ওপেন এয়ার কনসার্টে যে গানগুলো একটু বেশি প্রচারিত, জনপ্রিয় সেসব গান করার চেষ্টা করি। যেন সবাই মিলে গাওয়া যায়। দর্শকদের সামনা-সামনি ফিডব্যাক পেলে আত্মবিশ্বাস বেড়ে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App