×

আন্তর্জাতিক

ভারতের লাদাখে তুষার ধসে নিহত ৫, নিখোঁজ ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০১৯, ০৮:২৩ পিএম

ভারতের লাদাখে তুষার ধসে নিহত ৫, নিখোঁজ ৫

ফাইল ছবি

ভারতের জনপ্রিয় পর্যটন অঞ্চল জম্মু ও কাশ্মির রাজ্যের লাদাখে গাড়ির ওপর তুষার ধসে চাপা পড়ে ৫ জন নিহত ও আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার সকালে লাদাখের খারদুং লা এলাকার ১৭ হাজার ৫০০ ফুট উঁচু একটি পাহাড়ি রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। লাদাখের এই পাহাড়ি সড়কটি বিশ্বের সবচেয়ে উঁচু সড়ক যেখানে গণপরিবহন ও মোটরযান চলাচল করে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

দুর্ঘটনার পর সেখানে জেলা প্রশাসন, পুলিশ ও রাজ্য দূর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর সদস্যরা উদ্ধারকরর্মীরা অভিযান চালাচ্ছে। যে স্থানে দুর্ঘটনাটি ঘটেছে তা লেহ শহর থেকে ৪০ কিলোমটিার দূরে অবস্থিত।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, একটি এসইউভি গাড়িটির ওপর বিশাল বড় একটি তুষার খন্ড ভেঙ্গে পড়লে এ দুর্ঘটনা ঘটে। লেহ শহরের উত্তরে অবস্থিত খারদুং লা নামের এই সড়ক দিয়ে লাদাখের জনপ্রিয় উপত্যকা শিয়ক ও নুবরায় যেতে হয়।

গত জানুয়ারিতে ওই অঞ্চলে সুইডেনের এক স্কিচালক এরকম একটি দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান। অবশ্য তার এক সহকর্মীকে উদ্ধার করতে সক্ষম হয়েছিল জম্মু ও কাশ্মির রাজ্যের উদ্ধারকর্মীরা। পুলিশের ভাষ্যমতে, ওই দুই সুইডিশ নাগরিক গুলমার্গের তুষারখন্ডের মাঝখানে আটকা পড়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App