×

খেলা

লক্ষ্য পাঁচ বিশ্বকাপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০১৯, ০২:৫০ পিএম

লক্ষ্য পাঁচ বিশ্বকাপ
বিশ্বকাপ শুটিংয়ে কোটা প্লেস করতে পারলেই টোকিও অলিম্পিকে সরাসরি খেলার ছাড়পত্র পাবে বাংলাদেশ। অন্যথায় ওয়াইল্ড কার্ডই ভরসা। সে লক্ষ্যকে সামনে রেখে কোটা প্লেস অর্জনের জন্য চলতি বছর পাঁচটি বিশ^কাপে অংশ নেবেন শুটাররা। অলিম্পিক গেমসের বাছাইপর্ব প্রথম ধাপ বিশ্বকাপ শুটিং ইতোমধ্যে শুরু হয়ে গেছে। তিন-চারটি আসর সম্পন্নও হয়েছে। কিন্তু অর্থ সংকটের কারণে এসব টুর্নামেন্টে অংশ নেয়নি বাংলাদেশ। তবে পরবর্তী পাঁচটি বিশ^কাপে শুটারদের পাঠানো হবে। ফেব্রুয়ারিতে দিল্লিতে অনুষ্ঠিত হবে পরবর্তী বিশ্বকাপ। এতে এয়ার রাইফেল এবং এয়ার পিস্তল ইভেন্টে ২ জন ছেলে এবং দুজন মেয়ে শুটার পাঠাবে ফেডারেশন। শুটারদের বাছাই করতে সিলেকশন টুর্নামেন্টও হবে এ জন্য। এরপর জার্মানি, ব্রাজিলের রিও ডি জেনিরো, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারে হবে বিশ্বকাপ। দক্ষিণ কোরিয়ান কোচ লির অধীনে চলছে পিস্তল শুটারদের ট্রেনিং। ফেডারেশন শুধু জাতীয় দল নিয়েই ব্যস্ত থাকছে না। তাদের পরিকল্পনায় সিনিয়র জাতীয় দলের পাশাপাশি ‘বি’ টিম এবং ‘সি’ টিম গঠন। তাই রাইফেল এবং পিস্তল ইভেন্টে ২ জন করে বিদেশি কোচ নিয়োগ দেয়া হবে। এখন বিদেশি কোচশূন্য রাইফেল শুটাররা। কোচ পেতে ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশনের ওয়েবসাইটে বিজ্ঞাপন দেয়া হয়েছে বলে জানান ফেডারেশন সেক্রেটারি ইন্তিখাব হামিদ অপু। শিগগিরই কোচ খোঁজার পর্ব শেষ করবে ফেডারেশন। দক্ষিণ কোরিয়ার কোচ কিমের সঙ্গেও যোগাযোগ করছে ফেডারেশন। জার্মানি থেকেও কোচ আনার চেষ্টা চলছে। অবশ্য টোকিও অলিম্পিকের জন্য সব ভালো কোচ ইতোমধ্যেই বিভিন্ন দেশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গেছেন বলে জানান তিনি। এদিকে অর্থ সংকটের কারণে শুটারদের গুলি ও অস্ত্র কিনে দিতে পারছে না ফেডারেশন। এত দিন সরকারি অনুমতির অভাবে গুলি কিনতে পারিনি। আর এখন অর্থ সংকট। দুই কিস্তিতে আমাদের ৫ কোটি করে ১০ কোটি টাকার অস্ত্র এবং গুলি লাগবে। কিন্তু অর্থের অভাবে এগুলো কিনতে পারছি না- বলেন অপু। গুলির অভাবে ২০ শুটারকে একসঙ্গে অনুশীলন করাতে পারছেন না বলে জানান ফেডারেশন সেক্রেটারি। পিস্তল ও গুলি কেনার জন্য সরকারের কাছে ৩ কোটি টাকা চেয়েছিল ফেডারেশন। কিন্তু জাতীয় ক্রীড়া পরিষদ চার কিস্তিতে ১ কোটি টাকা দেবে বলে আশ্বাস দিয়েছে। এ ছাড়া ২০২৪ প্যারিস অলিম্পিক গেমস পর্যন্ত ফেডারেশনের বাজেট ৩০ কোটি টাকা। অপুর আশা আসন্ন বাজেটে শুটিংয়ের জন্য আলাদা বরাদ্দের ব্যবস্থা করবেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এদিকে শুটিংয়ের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য এ বছর ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লীগ শুরুর পরিকল্পনা করছে ফেডারেশন। বিদেশিরাও খেলতে পারবেন এই লিগে। বাংলাদেশের শুটাররা যেন ২০২৪ প্যারিস অলিম্পিকে ওয়াইল্ড কার্ড ছাড়াই খেলতে পারেন সে টার্গেট ফেডারেশনের। তাই আগামী ছয় বছর বাংলাদেশি শুটারদের মানোন্নয়নের জন্য ৩০ কোটি টাকার বাজেট তৈরি করেছেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App