নাইরোবিতে জঙ্গি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১

আগের সংবাদ

জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পরের সংবাদ

সংসদে যেতে চান মৌসুমী

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০১৯ , ১১:৫৫ পূর্বাহ্ণ আপডেট: জানুয়ারি ১৭, ২০১৯ , ১১:৫৫ পূর্বাহ্ণ

এমপি হতে চান জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এজন্য তিনি আওয়ামী লীগ অফিস থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম কিনেছেন। মনোনয়ন ফরম কিনতে গতকাল বিকেল পৌনে ৪টার দিকে তিনি আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে যান। মৌসুমী বলেন, দীর্ঘদিন চলচ্চিত্রে কাজ করেছি। চলচ্চিত্রের মাধ্যমে দেশের জনগণের জন্য কাজ করেছি। এখন রাজনীতির মাধ্যমে জনগণের সেবা করতে চাই। মন্ত্রিসভায় যোগ্য নেতাদের স্থান দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চমক সৃষ্টি করেছেন। এখন সংরক্ষিত আসনে যোগ্যদের মনোনয়ন দিয়ে প্রধানমন্ত্রী আরেকটি চমক দেখাবেন বলে মনে করি।
অন্যদিকে চিত্রনায়িকা অরুণা বিশ্বাস ও নাট্য অভিনেত্রী তারিন জাহানও গতকাল আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কিনেছেন। এর আগে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য গত মঙ্গলবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম কেনেন একঝাঁক তারকা। তাদের মধ্যে রয়েছেন সাবেক এমপি কবরী সারোয়ার, সুজাতা, ফাল্গুনী হামিদ, সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, শমী কায়সার, চিত্রনায়িকা শাহানুর ও জ্যোতিকা জ্যোতি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়